Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeদেশYouTube Channels: নিষিদ্ধ পাকিস্তানের সমস্ত YouTube চ্যানেল, কোপ শোয়েব আখতারের উপরেও;...

YouTube Channels: নিষিদ্ধ পাকিস্তানের সমস্ত YouTube চ্যানেল, কোপ শোয়েব আখতারের উপরেও; সতর্ক করা হল BBC-কে

নিষিদ্ধ করা হল পাকিস্তানি সমস্ত ইউটিউব চ্যানেল। ভারতে বসে আর পাকিস্তানি সংবাদমাধ্যম বা অন্য কোনও ব্যক্তির ইউটিউব চ্যানেল দেখা যাবে না।

ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগ। পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। নিষিদ্ধ করা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও।

আরও পড়ুন: পাকিস্তানে আয়োজিত প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল ভারত

সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নিষিদ্ধ হওয়া পাক ইউটিউব চ্যানেলগুলিতে পহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। এমনকি মিথ্যা ভাষ্য তৈরি এবং ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে। ওই সূত্রের দাবি, ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার আর্জি জানিয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। তা মেনেই সেগুলিকে ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ইউটিউব চ্যানেলগুলির মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাড়ে ছ’কোটি।

আরও পড়ুন: ‘গর্ভবতী’ পাকিস্তান, যে কোনও সময়ে জন্মাতে পারে বালোচিস্তান!

ভারতে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলি খুললেই ভেসে আসছে একটি বার্তা। তাতে লেখা রয়েছে, “এই বিষয়টি এই দেশে এখন উপলব্ধ নয়। কারণ জাতীয় নিরাপত্তার কারণে সরকার এই নির্দেশ দিয়েছে।” ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করার পাশাপাশি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কেও পহেলগাঁও কাণ্ড নিয়ে একটি প্রতিবেদনের জন্য সতর্ক করেছে কেন্দ্র। সম্প্রতি একটি প্রতিবেদনে বিবিসি পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার প্রসঙ্গে জঙ্গি শব্দটি না-লিখে ‘সশস্ত্র’ হামলা বলে উল্লেখ করে। বিষয়টি ভাল ভাবে দেখছে না নয়াদিল্লি। বিষয়টি নিয়ে সরকারের আপত্তির কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিবিসি-র ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে।

এই মুহূর্তে

আরও পড়ুন