Wednesday, 5 November, 2025
5 November
Homeআন্তর্জাতিক নিউজLondon Protest: আগুন জ্বলল লন্ডনেও! অভিবাসনের বিরুদ্ধে সরব ইংরেজরা, গর্জে উঠেছে লন্ডন

London Protest: আগুন জ্বলল লন্ডনেও! অভিবাসনের বিরুদ্ধে সরব ইংরেজরা, গর্জে উঠেছে লন্ডন

এবার বিদ্রোহের আগুন জ্বলল লন্ডনেও। লক্ষাধিক মানুষ এই আন্দোলনে যোগ দেন। সবার একই দাবি, অনাবাসীর সংখ্যায় রাশ টানতে হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একের পর এক দেশে বিক্ষোভের আগুন। এবার বিদ্রোহের আগুন জ্বলল লন্ডনেও। শনিবার সেন্ট্রাল লন্ডন দেখল ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম বড় ডানপন্থী বিক্ষোভ। লক্ষাধিক মানুষ এই আন্দোলনে যোগ দেন। সবার একই দাবি, অনাবাসীর সংখ্যায় রাশ টানতে হবে। টমি রবিনসনের নেতৃত্বে অ্যান্টি-ইমিগ্রেশন মিছিল হয় লন্ডন জুড়ে। বিক্ষোভে একাধিক পুলিশ আক্রান্ত হয়েছে বলেও খবর।

আরও পড়ুনঃ ‘আমরা যুদ্ধের প্ল্যান করি না, জড়াইও না’, ওয়াশিংটনকে কড়া বার্তা চিনের

‘ইউনাইট দ্য কিংডম’ নামে এই মিছিলে লক্ষাধিক মানুষ সামিল হয়েছিলেন। সেন্ট্রাল লন্ডনে কয়েক কিলোমিটার জুড়ে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল। তাদের একটাই দাবি ছিল, অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। ব্রিটিশ নাগরিকদের একটা বড় অংশ মনে করছেন, অবৈধভাবে আসা অভিবাসীরা চাকরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। “অবৈধ” অভিবাসীরা কম বেতনে কাজ করায়, স্থানীয়দের চাকরির বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবাদকারীরা দাবি করছেন যে অবৈধভাবে আসা লোকদের মধ্যে অপরাধ ও নিরাপত্তাজনিত ঝুঁকিও থাকছে। 

প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাজ্যে অভিবাসন নিয়ন্ত্রণ একটি বড় রাজনৈতিক বিতর্ক। সরকারও জনমত ধরে রাখতে অভিবাসন-বিরোধী নীতি কঠোর করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ “বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধন”; সুশীলা কার্কিকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা মমতার

একদিকে যেখানে অভিবাসন বিরোধী মিছিল হচ্ছিল, সেখানে ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ (বর্ণবিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়াও) নামেও একটি মিছিল বের হয়। সেখানেও ৫ হাজার মানুষের জমায়েত হয়েছিল। পুলিশ দুই মিছিল যাতে মুখোমুখি না আসে বা সংঘর্ষ না হয়, তার চেষ্টা করছিল। পুলিশকে আক্রান্তও হতে হয়। শেষে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ প্রোটেকটিভ গিয়ার নিয়ে নামে। মাউন্টেড ইউনিটও রাস্তায় নামে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন