Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাKolkata: ‘অবৈধ জমায়েত’! পাঁচ জনকে পলাতক দেখিয়ে চার্জশিট

Kolkata: ‘অবৈধ জমায়েত’! পাঁচ জনকে পলাতক দেখিয়ে চার্জশিট

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সরকারি নির্দেশ না-মেনে সভা-সমিতি আয়োজন, অবৈধ জমায়েতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, দলের নেতা অশোক ঘোষ, দেবাশিস মুখোপাধ্যায়কে জামিন দিল আদালত।

আরও পড়ুন: Malda Shoot Out: ১২ দিনের মাথায় আবারও শুটআউট, সেই মালদাতেই

কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে আত্মসমর্পণ করে সোমবার জামিন পেয়েছেন তিন নেতা। তাঁদের আইনজীবী ইয়াসিন রহমান বলেছেন, “৩০০ টাকা করে বন্ডে তিন জনকে জামিন দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ।” গত ২০২০ সালে আরএসপি-র একটি রাজনৈতিক কর্মসূচির জন্য ওই তিন নেতা-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল হেয়ার স্ট্রিট থানা।

আরও পড়ুন: Ladakh: মোদীর হাত ধরে ‘স্বপ্ন সফল’ কাশ্মীরের

পাঁচ জনকেই পলাতক দেখিয়ে চার্জশিট দিয়েছে পুলিশ। আরএসপি-র বক্তব্য, কোভিড-কালে সহজলভ্য রেশন, যথাযথ চিকিৎসা পরিষেবার দাবিকে সামনে রেখে ধর্মতলা চত্বরে জমায়েত করেছিল দল। শুধু এই কারণেই নেতৃত্বের বিরুদ্ধে সাড়ে চার বছর পরে কলকাতা পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন