Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeদেশGhibli: বিনা দোষেই জেল পর্যন্ত হতে পারে; আধার-প্যানের নকল নথি বানিয়ে দিচ্ছে...

Ghibli: বিনা দোষেই জেল পর্যন্ত হতে পারে; আধার-প্যানের নকল নথি বানিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি!

চ্যাটজিপিটির জন্য আপনার নামে হতে পারে মামলা, যেতে হতে পারে জেল! ভাবছেন কীভাবে?

শিরোনামের সঙ্গে থাকা মার্কিন ধনকুবের এলন মাস্কের ছবিটা দেখেছেন? নকল আধার  অথচ খালি চোখে বোঝা দায়! 

শুক্রবার থেকে সোশ্যাল মাধ্যমে এভাবেই বিভিন্ন ব্যক্তির নকল আধার-প্যান কার্ড ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য সহজেই তৈরি করা যাচ্ছে এই কল আধার, প্যান কার্ড। যা নিয়ে শঙ্কিত সাইবার বিশেষজ্ঞরা (Cyber ​​experts)।

 জিবলির জ্বরে আক্রান্ত আট থেকে আশি। সবাই চ্যাটজিপিটি-কে দিয়ে নিজের ছবির অ্যানিমে ভার্সন তৈরি করাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এই যে চ্যাটজিপিটির ক্ষমতা নিয়ে এত মাতামাতি, সেখানে অলক্ষেই কত বড় বিপদ ডেকে আনা হচ্ছে, সে বিষয়ে কারোর হুঁশই নেই। চ্যাটজিপিটির জন্য আপনার নামে হতে পারে মামলা, যেতে হতে পারে জেল! ভাবছেন কীভাবে? কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এখন নকল আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে ফেলা যাচ্ছে কয়েক সেকেন্ডে। আরও ভয়ের বিষয়, চ্যাটজিপিটির তৈরি এই নকল আধার বা প্যান কার্ড হুবহু আসল কার্ডের মতোই দেখতে। আপাতচোখে আসল-নকলের কোনও ফারাকই খুঁজে পাবেন না।

নিখুঁত ‘ইমেজ জেনারেশন’ এর জন্য ওপেনএআই গত সপ্তাহে নতুন ‘জিপিটি-৪ও’ ( Chatgpt)বাজারে এনেছে। তারপরই নয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিমেষে তৈরি হচ্ছে হুবহু ওরিজিনালের মতো দেখতে ভুয়ো আধার। যা নিয়ে নতুন করে শোরগোল সমাজ মাধ্যমে। এর আগে ‘ঘিবলি’ কার্টুন নিয়েও আম জনতাকে সতর্ক করেছিল পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, যেভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে নিমেষে নকল আধার, প্যান কার্ড তৈরি করা যাচ্ছে তাতে সাইবার জালিয়াতি আরও বাড়তে পারে। এভাবে সহজেই অন্যের নামে ভুয়ো পরিচয় পত্র তৈরি করে জঙ্গি বা সমাজবিরোধী সংগঠন সক্রিয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

একই সঙ্গে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগত গোপনীয়তা

এই মুহূর্তে

আরও পড়ুন