Thursday, 31 July, 2025
31 July, 25
HomeকলকাতাKolkata: অ্যাপ টু প্রেম! সমকামী অ্যাপে প্রেমের খোঁজ, কপালে জুটল প্রতারণা; বালিগঞ্জে গ্রেপ্তার...

Kolkata: অ্যাপ টু প্রেম! সমকামী অ্যাপে প্রেমের খোঁজ, কপালে জুটল প্রতারণা; বালিগঞ্জে গ্রেপ্তার ৩ যুবক

অভিযোগকারীর থেকে ৯৬,৮৮৮ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অ্যাপ টু প্রেম, তার পরে শুভ পরিণয়। টেক ফ্রেন্ডলি প্রজন্ম প্রেম আর প্রযুক্তিকে একসুতোয় বেঁধেছে বহুদিন ধরেই। কিন্তু এ বার অ্যাপে প্রেমের খোঁজ করতে গিয়ে কপালে জুটল প্রতারণা। ঘটনাটি বালিগঞ্জ থানা এলাকার। একটি সমকামী অ্যাপে অভিযোগকারী তরুণের সঙ্গে পরিচয় হয় আশিস নামে এক যুবকের। অ্যাপে আলাপ-পরিচয়ের পরে তাঁরা দেখা করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ সুনামি সতর্কতা, তীব্র ভূমিকম্প, নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা

বালিগঞ্জে গুরুসদয় রোডে প্রথমে তাঁরা দেখা করেন। পরে আশিস তাঁকে বালিগঞ্জ সার্কুলার রোডে আবাসনে নিয়ে যান। সেখানে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তখন আচমকাই আরও দুই জন যুবক আবাসনে ঢুকে পড়ে এবং অভিযুক্তের আপত্তিকর ছবি ক্যামেরাবন্দি করে বলে অভিযোগ। এর পরে নিজেকে আশিস বলে পরিচয় দেওয়া যুবক-সহ তিন জন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে অভিযোগকারীর থেকে ৯৬,৮৮৮ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। গত ১৭ জুলাই বালিগঞ্জ থানায় অভিযোগ করেন প্রতারিত যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

আরও পড়ুনঃ জরুরি অবস্থা চিন সরকারের, ঘরছাড়া ৮০ হাজারেরও বেশি মানুষ

তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিজেকে আশিস পরিচয় দেওয়া ব্যক্তির নাম বিজয় সিং(৩১)। বিজয়-সহ তার দুই সঙ্গী ইরফান আহমেদ ও মহম্মদ ওয়াজেদকে গ্রেপ্তার করে পুলিশ।  ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ (২), ৩(৫) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত এই তিন জন কি নিয়মিত ভাবে ডেটিং অ্যাপে প্রতারণার ফাঁদ পাতত? এর নেপথ্যে কি বড় কোনও চক্র কাজ করছে? উত্তর খুঁজছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন