সৌরভ দত্ত, দিঘা:
মাঙ্গলিক শঙ্খের সুরে মুখরিত দিঘা। সৈকতনগরীতে উৎসবের মেজাজ। দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস-সহ অন্যরা।
মন্দিরের দ্বারোদঘাটনের অনুষ্ঠানের সাক্ষী হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা জমা হবেন দিঘায়। তাঁদের আতিথেয়তায় যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকে নজর রয়েছে মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: জেএনইউতে ফিকে হচ্ছে বাম-অতিবাম দাপট! আধিপত্য থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবিভিপি
এদিন মন্দিরের অন্দরের নিরাপত্তা, পুজার্চনার ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিঘার জগন্নাথ মন্দির রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। অন্তত ৮০০ কারিগর দিঘায় আসেন মন্দির নির্মাণের কাজে।
একইভাবে দিঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ। দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বারের সামনে কালো পাথরে তৈরি ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে। আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি। অরুণ স্তম্ভের সামনের সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি জগন্নাথের মূর্তি দেখতে পাওয়া যাবে।
পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বারের বিপরীতে থাকছে ব্যাঘ্রদ্বার। উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার।
দিঘার মন্দিরে পাথরের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। পুজো হবে নিমকাঠের তৈরি মূর্তিতে। নিয়ম মেনে ৩০ এপ্রিল হবে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা।