চন্দন দাস, কলকাতাঃ
ফেলে দেওয়া তুচ্ছ অবহেলিত নানান বস্তু ও ফেলে দেওয়া পেটি বাক্স কেটে কেটে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিল দুই ক্ষুদে শিশু শিল্পী। খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের মধুমিতা বিদ্যা মন্দিরের শিক্ষক মলয় দত্তর দুই পুত্র। একজন ভাই স্বপ্নদীপ দত্ত চতুর্থ শ্রেণী ও দাদা শৌর্য্যদ্বীপ দত্ত পঞ্চম শ্রেণীর ছাত্র। দাদা শৌর্য্যদ্বীপ দত্ত ছবি আঁকা শেখে ও গান শেখে, ভাই স্বপ্নদীপ দত্ত আঁকা শেখে তবলা শেখে। শৌর্য্যদীপ দত্ত গান গায় তার সঙ্গে তবলা সঙ্গত করে ভাই স্বপ্নদ্বীপ দত্ত। প্রসঙ্গত উল্লেখ্য এই শিশু শিল্পী দুজনেই বহুমূখী প্রতিভায় সম্মানিত রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলের ভাইপো।
আরও পড়ুনঃ বউ নিয়ে এ কি কাণ্ড! কলা বউ গণেশের সত্যিকারের বউ নয়?
ক্ষুদে শিল্পী স্বপ্নদ্বীপ দত্ত ও শৌর্য্যদ্বীপ দত্ত কে সাংবাদিকরা প্রশ্ন করে তোমরা এই দুর্গা প্রতিমা কি দিয়ে তৈরী করেছো? শৌর্য্যদ্বীপ দত্ত বঙ্গবার্তাকে বলে এটি একটি হস্ত শিল্প, ফেলে দেওয়া তুচ্ছ অবহেলিত নানান বস্তু ও পেটি বাক্স কেটে কেটে এই দুর্গা ঠাকুর তৈরি করেছি। তোমার এই প্রতিমা তৈরি করা কোথায় শিখেছ? তার উত্তরে স্বপ্নদ্বীপ দত্ত বলে আমরা কোথাও শিখি নি, নিজের বুদ্ধিতে নিজেরাই তৈরি করেছি। আমাদের জেঠু শিক্ষক স্বপন দত্ত বাউলের কাছে ছবি আঁকা, তবলা, গান শিখি। শৌর্য্যদ্বীপ দত্ত বলে আমাদের জেঠু একজন বহুমূখী প্রতিভার শিল্পকলার শিক্ষক, চিত্র কলা এবং হস্ত শিল্পী। তিনি ফেলে দেওয়া তুচ্ছ জিনিস দিয়ে হস্ত শিল্প তৈরি করেন। স্বপ্নদ্বীপ বলে সেইখান থেকে উৎসাহ পেয়ে আমরা দাদা ভাই মিলে ভেবে ফেলি আমরাও কিছু একটা তৈরি করব দুর্গা ঠাকুর তৈরি করব। বিকেলে খেলতে বেরিয়ে রাস্তার ধারে কিছু পেটি বাক্স পড়ে থাকতে দেখি সেগুলো কুড়িয়ে নিয়ে এসে কেটে কেটে ও তুচ্ছ অন্যান্য জিনিস দিয়ে এই দুর্গা প্রতিমা তৈরি করে ফেলি। বঙ্গবার্তা-র তরফ থেকে প্রশ্ন করা হয় এত সুন্দর সাজালে কি করে? স্বপ্ন দ্বীপ বলে সুন্দর লাগার জন্য পেটি বাক্স কেটে ফেব্রিক রং করে সাজিয়েছি।
আরও পড়ুনঃ চলছে মাটি ফেলা, হিডকোর কাজ শুরু! জগন্নাথধামের পর দুর্গা অঙ্গন
শিশু শিল্পীরা বলে আমাদের এই হস্ত শিল্প যদি সবার ভালো লাগে আমরা আরও উৎসাহ পাবো। আমরা আরও নতুন নতুন জিনিস তৈরি করব। আমরা দুভাই নিজেরাই মায়ের যেমন পারব তেমন পুজো করব। দাদা শৌর্য্যদ্বীপ দত্তর গানের সঙ্গে আমি ভাই স্বপ্নদ্বীপ দত্ত তবলা সঙ্গত করে মায়ের পায়ে অঞ্জলী দেব। এরই মধ্যে এলাকার মানুষ শিশু শিল্পী স্বপ্ন দ্বীপ ও শৌর্য্যদ্বীপের তৈরি হস্ত শিল্প, ফেলে দেওয়া তুচ্ছ অবহেলিত বস্তু ও পেটি বাক্স দিয়ে তৈরী মা দুর্গা প্রতিমা দেখার জন্য ভিড় জমাচ্ছে পাড়ার মানুষ। ছোট্ট শিশুদের এই নিজের উদ্যোগেই নিজের চেষ্টায় নবীন প্রতিভার দেবী দুর্গা প্রতিমা দেখে দর্শকরা কেউ কেউ বলছেন সবই মা দুর্গা দেবীর কৃপা, আশির্বাদ ছিলো বলেই কোথাও না শিখে এমন সুন্দর দেবী মূর্তি তৈরি করলো বর্ধমানের শিশু শিল্পী স্বপ্নদ্বীপ ও শৌর্য্যদ্বীপ।