Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeদক্ষিণবঙ্গJhargram: সিআরপিএফ এর ১৮৪ নম্বর ব্যাটালিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

Jhargram: সিআরপিএফ এর ১৮৪ নম্বর ব্যাটালিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

দিলীপ মান্ডি, ঝাড়গ্রাম

সিআরপিএফ এর ১৮৪ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে সোমবার কাঁকড়াঝোরে আয়োজিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রাম।এই কর্মসূচিটি বিনপুর ২ ব্লক বেলপাহাড়ী থানার কাঁকড়াঝোরে  সকাল থেকে দুপুর পর্যন্ত চলে।

আরও পড়ুন: Siliguri: “খাদ্য প্রেমিক চোর”! শিলিগুড়িতে গ্রেফতার

এদিন বেলপাহাড়ীর পাহাড় জঙ্গলে ঘেরা আমলাশোল, আমঝর্ণা, বুড়িঝোর, কাঁকড়াঝোর এলাকার অনেক মানুষজন বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের সুবিধা গ্ৰহন করেন।বিনামূল্যে ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় ঔষধপত্রও মানুষেরদের মধ্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন: Baharampur: ‘ক্যামেলিয়া’র উদ্যোগে কাশিমনগর হাইস্কুলে মূকাভিনয় নাটক কর্মশালা

এছাড়াও ওই এলাকার দুঃস্থ গরীব মানুষ জনদের রান্নার যাবতীয় সরঞ্জাম প্রদান করা হয়। এদিন এই উপস্থিত সিআরপিএফ এর ১৮৪  নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রবীণ কুমার ত্রিপাঠী সহ ব্যাটালিয়নের অন্যান্য সিনিয়র আধিকারিকগন।

এই মুহূর্তে

আরও পড়ুন