Monday, 3 November, 2025
3 November
Homeউত্তরবঙ্গSiliguri Chhat Puja: অল্পের জন্য রক্ষা! ১৩ বছরের কিশোরকে উদ্ধার করল সিভিল...

Siliguri Chhat Puja: অল্পের জন্য রক্ষা! ১৩ বছরের কিশোরকে উদ্ধার করল সিভিল ডিফেন্সের কর্মীরা

ঘটনাটি ঘটে শিলিগুড়ি পোড়াঝাড় সংলগ্ন তৃতীয় মহানন্দা সেতুর নীচে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ

ছট পুজো দেখতে গিয়ে নদীতে ভেসে যাওয়া এক কিশোরকে উদ্ধার করল সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘটনাটি ঘটে শিলিগুড়ি পোড়াঝাড় সংলগ্ন তৃতীয় মহানন্দা সেতুর নীচে। জানা গিয়েছে, এদিন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তগর্ত মমতাপাড়ার বাসিন্দা রোহিত আনসারি তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ছট পুজো দেখতে গিয়েছিল।

আরও পড়ুনঃ সাতসকালে শহরে তৎপর ইডি; বাড়ির ভিতরে প্রবেশ

স্থানীয়রা জানান, তিন বন্ধুর সঙ্গে রোহিত সেতুর নীচে নদীতে স্নান করছিল। কিন্তু তিন বন্ধু নদী থেকে উঠে আসলেও আচমকা ১৩ বছরের ওই কিশোর নদীতে ভেসে যেতে থাকে।

এদিকে, তাকে ভেসে যেতে দেখে আশপাশের মানুষেরা চিৎকার শুরু করেন। এমন পরিস্থিতিতে পোড়াঝাড় ছটঘাটে কর্মরত শিলিগুড়ি সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমের তিন কর্মী মোবাকর আলি, কৃষ্ণকান্ত মল্লিক ও মহম্মদ সিরাজুল নদীতে ঝাঁপ দেন। যখন তাঁরা নদী থেকে রোহিতকে তুলে আনেন, ততক্ষন সে অচৈতন্য হয়ে পড়ে।

আরও পড়ুনঃ যাদবপুরে শোরগোল, বচসার মাঝেই চলল গুলি, নেপথ্যে সেই ‘প্রাক্তন প্রেমিকা’; বাংলায় এত অস্ত্র!

এরপর নদীর পাড়ে নিয়ে এসে ওই কিশোরের পেট থেকে জল বের করার চেষ্টা করা হয়। তবে এরপরেও তার জ্ঞান না ফেরায় রোহিতকে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ওই স্কুল পড়ুয়ার জ্ঞান ফিরে আসে। এরপর সে নিজেই সিভিল ডিফেন্সের এক কর্মীর মোবাইল থেকে বাড়িতে ফোন করে বিষয়টি জানায়।

খবর পেয়ে রোহিতের পরিবারের সদস্যরা মেডিকেল কলেজে ছুটে আসেন। পরিবারের তরফে সিভিল ডিফেন্স কর্মীদের ধন্যবাদ জানানো হয়েছে। রোহিতের মামা সাহিদুল হকের দাবি, বাড়িতে না জানিয়েই রোহিত ছট পুজো দেখতে গিয়েছিল। সাহিদুল বলেন, ‘বন্ধুদের কথা অনুযায়ী নদীর ধারে দাঁড়িয়ে থাকার সময় রোহিতের পায়ের তলার মাটি আচমকা ধসে যায়। এমন পরিস্থিতিতে সে নদীর জলে ভেসে যেতে থাকে। তবে ভাগ্যক্রমে সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছে।’

এই মুহূর্তে

আরও পড়ুন