Wednesday, 15 October, 2025
15 October
HomeকলকাতাCalcutta High Court: হাইকোর্ট ক্লাবে নজিরবিহীন ঘটনা! আইনজীবীদের মধ্যে হাতাহাতি 

Calcutta High Court: হাইকোর্ট ক্লাবে নজিরবিহীন ঘটনা! আইনজীবীদের মধ্যে হাতাহাতি 

ক্লাবের সদস্যদের মধ্যে রীতিমতো হাতাহাতি, মারামারি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা হাইকোর্ট ক্লাবের ময়দান টেন্টে নজিরবিহীন ঘটনা। ক্লাবের সদস্যদের মধ্যে রীতিমতো হাতাহাতি, মারামারি। জানা যাচ্ছে, হাইকোর্ট ক্লাবের নতুন সদস্য নেওয়া হবে কি না, তা নিয়েই ঝামেলার সূত্রপাত। আগামিকাল, শুক্রবার হাইকোর্ট ক্লাবের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগেই ধরা পড়ল বিশৃঙ্খলার ছবি।

আরও পড়ুনঃ হেনস্থার শিকার! ডেঙ্গি নিয়ে সচেতনতা, শিলিগুড়িতে ৩৫ নম্বর ওয়ার্ডে শোরগোল

মূলত শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে চলল লড়াই। সূত্রের খবর আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে বিশেষ সভা ডেকে বাইরের আইনজীবীদের সদস্য হিসেবে ক্লাবে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। আরও অভিযোগ, এদিন ওই বিশেষ সভার বিরোধিতা করেন রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘনিষ্ঠ ও হাইকোর্টের কয়েকজন বর্ষীয়ান আইনজীবী।

আরও পড়ুনঃ ছাত্রীকে বকাঝকা, জল গড়িয়েছে থানা পর্যন্ত; চর্চায় সুনীতি অ্যাকাডেমি

বেআইনিভাবে সভা ডাকা হয়েছে বলে অভিযোগ আইনজীবীদের একাংশের। প্রতিবাদ করায় আনসার মণ্ডল, প্রসূন দত্তের মতো বর্ষীয়ান তৃণমূলের আইনজীবীদের ধাক্কাধাক্কি ও মারধর করা হয় বলে অভিযোগ হাইকোর্টের তৃণমূলের লিগাল সেলের সদ্য নির্বাচিত আহ্বায়ক অনিত দাশের। তৃণমূলের হাইকোর্টের আগের লিগাল সেলের কনভেনার তরুণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন