Tuesday, 4 November, 2025
4 November
HomeদেশRudraprayag: ভাঙল সেতু, ডুবে গেল হনুমান মন্দির, রুদ্রপ্রয়াগ ও চামোলিতে ভয়াবহ মেঘভাঙা...

Rudraprayag: ভাঙল সেতু, ডুবে গেল হনুমান মন্দির, রুদ্রপ্রয়াগ ও চামোলিতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় 

রুদ্রপ্রয়াগের বারেৎ ধুংগার টোক এবং চমোলি জেলার দেবাল এলাকায় দুটি পৃথক মেঘভাঙার ঘটনা ঘটেছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

উত্তরাখণ্ডে ফের বিপর্যয়। এবার মেঘভাঙা বৃষ্টি নামল রুদ্রপ্রয়াগ, চামোলি জেলায়। মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বান নামতেই কাদামাটির নীচে চাপা পড়ে গিয়েছে বহু ঘরবাড়ি। নিখোঁজ অনেকে। আহতও হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৮ অগস্ট) রাতে রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি নামে। কিছুক্ষণ পর চামোলিতেও একই বিপর্যয় নামে। উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, মেঘভাঙা বৃষ্টিতে পাহাড় থেকে যে পাথর ও কাদামাটি ধুয়ে এসেছে, তাতে একাধিক অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বহু মানুষ আটকে পড়েছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুনঃ চলছে নানা জল্পনা! আজ বেলা তিনটে নাগাদ সর্বদল বৈঠক ডাকল কমিশন

মেঘভাঙা বৃষ্টির প্রভাব একাধিক জায়গায় পড়েছে রুদ্রপ্রয়াগে কমপক্ষে ৬ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। কেদারনাথ উপত্যকায় লাওয়ারা গ্রামে একটি সেতু ভেসে গিয়েছে জলস্রোতে। হু হু করে এলাকাগুলিতে জল ঢুকছে। রুদ্রপ্রয়াগের হনুমান মন্দিরও ডুবে গিয়েছে। মোপতা এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে তারা সিং ও তাঁর স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছেন। বিক্রম সিং ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। তাদের গোয়ালঘরও ভেঙে পড়েছে, যার জেরে ১৫ থেকে ২০টি গবাদি পশু জখম হয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি ক্রমাগত উদ্ধারকারী দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন। জেলাশাসক ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেক্রেটারির সঙ্গেও ফোনে কথা হয়েছে।

আরও পড়ুনঃ রাশিয়ার প্রথম সমুদ্র-ড্রোন হামলায় ধ্বংস ইউক্রেনের ‘বৃহত্তম’ রণতরী! প্রকাশ্যে ভিডিয়ো

হলদিয়ানিতেও লাগাতার বৃষ্টির প্রভাব পড়েছে। রানিবাগ ব্রিজের কাছে পাহাড় থেকে ধস নেমে হলদিয়ানি-ভীমতাল রোড বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভারী বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াদ, বাগেশ্বর, চামোলি, হরিদ্বার, পিথোরাগড়ের সমস্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন