দাম কমল রান্নার গ্যাসের। প্রতিমাসের মতো ১ এপ্রিল থেকে ফের পরিবর্তন হল গ্যাসের দামের। ১৯ কিলোগ্রামের গ্য়াসের দাম সিলিন্ডার প্রতি ৪১ টাকা কমল। মঙ্গলবার থেকে বাণিজ্য়িক গ্যাসের সিলিন্ডারের দাম হল ১৭৬২ টাকা।
তবে বাড়িতে রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল। তবে ১ এপ্রিল থেকে রান্নার গ্যাসের দাম কমায় স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষত যারা হোটেল, রেস্তোরাঁ চালায় তাদের জন্য রীতিমতো সুখবর।
আরও পড়ুন: ‘অদক্ষ পুলিশ মন্ত্রী’, পাথরপ্রতিমার বিস্ফোরণের ঘটনায় মমতাকে দায়ী করলেন শুভেন্দু
এর আগে ১ ফেব্রুয়ারিও গ্যাসের দাম কমেছিল। ৭ টাকা করে কমেছিল সিলিন্ডার প্রতি। তার আগে গত বছরের ডিসেম্বরে ৬২ টাকা করে দাম বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের।
আরও পড়ুন: চিন্তার ভাঁজ আমজনতার কপালে! ১ এপ্রিল থেকে দাম বাড়ছে বহু ওষুধের
বিশ্ববাজারে জ্বালানীর দামের উপর ভিত্তি করে দাম পরিবর্তন করা হয় প্রতি মাসে। বিভিন্ন রাজ্য়ে দাম হয় ভিন্ন ভিন্ন। স্থানীয় ট্যাক্স ও ট্রান্সপোর্ট খরচের উপর নির্ভর করে সেই দাম।
দিল্লিতে সিলিন্ডারের দাম ১৮০৩ টাকা থেকে কমে হল ১৭৬২ টাকা।
মুম্বইতে ১৭৫৫ টাকা থেকে কমে হল ১৭১৪ টাকা।
চেন্নাইতে ১৯৬৫ টাকা থেকে কমে হল ১৯২৪ টাকা।
কলকাতায় ১৯১৩ টাকা থেকে কমে হল ১৮৭২ টাকা।