Tuesday, 4 November, 2025
4 November
HomeদেশLPG Price: সুখবর, কমল রান্নার গ্যাসের দাম, আজ ১ সেপ্টেম্বর নতুন দাম...

LPG Price: সুখবর, কমল রান্নার গ্যাসের দাম, আজ ১ সেপ্টেম্বর নতুন দাম কার্যকর 

পুজোর আগে সুখবর শোনাল তেল সংস্থাগুলি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পুজোর আগে সুখবর শোনাল তেল সংস্থাগুলি। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকার বেশি কমাল। ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়িক গ্রাহকদের জন্য পুজোর আগে এটা স্বস্তির খবর। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুনঃ মাত্রা ৬, ভয়ঙ্কর ভূমিকম্প মাঝরাতে, ভেঙে পড়ল ঘর

অয়েল মার্কেটিং কম্পানিগুলি রবিবার জানিয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫১.৫০ টাকা কমানো হচ্ছে। এর ফলে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে হচ্ছে ১৫৮০ টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হচ্ছে ১৬৮৪ টাকা।

গত কয়েকমাসে তেল সংস্থাগুলি লাগাতার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। অগস্টে কমানো হয়েছিল ৩৩.৫০ টাকা। ১ জুলাই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৮.৫০ টাকা কমানো হয়েছিল। জুন মাসেও তেল সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৪ টাকা কমিয়েছিল। দাম কমে হয়েছিল ১৭২৩.৫০ টাকা। এপ্রিলে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৭৬২ টাকা। মার্চে ৬ টাকা দাম বেড়েছিল। তার আগে ফেব্রুয়ারিতে আবার ৭ টাকা দাম কমেছিল।

আরও পড়ুনঃ স্বামীর সুখ মেটায় বন্ধু! ‘ধন্যবাদ’, আবাসনে ব্যানার ঝোলালেন স্ত্রী

গত কয়েকমাসে দেখা যাচ্ছে, সাড়ে সতেরোশো থেকে দাম এখন নেমে এসেছে ১৫৮০ টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় রেস্তোরাঁ, হোটেল এবং ছোট ব্যবসায়ীরা লাভবান হবেন। পুজোর আগে নিঃসন্দেহে তাঁদের জন্য এটা সুখবর। গৃহস্থের রান্নার গ্যাস নিয়ে এদিন অবশ্য কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় এখন গৃহস্থের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। 

এই মুহূর্তে

আরও পড়ুন