Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গBankura: মাত্রাতিরিক্ত কাজের চাপ, কাজ না করলেই মিলছে ‘থ্রেট’! বিক্ষোভে কমিউনিটি হেলথ অফিসাররা

Bankura: মাত্রাতিরিক্ত কাজের চাপ, কাজ না করলেই মিলছে ‘থ্রেট’! বিক্ষোভে কমিউনিটি হেলথ অফিসাররা

অভিযোগ, বাড়তি কাজ করে উঠতে না পারলে মিলছে হুমকিও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়া:

দিনের পর দিন কাজের বোঝা বাড়ছে। অন্যান্য কর্মীদের কাজের দায়িত্বও কৌশলে তুলে দেওয়া হচ্ছে তাঁদের কাঁধে। অতিরিক্ত কাজের চাপে দিশেহারা হয়ে পড়ছেন কমিউনিটি হেলথ অফিসাররা। অভিযোগ, বাড়তি কাজ করে উঠতে না পারলে মিলছে হুমকিও। এরফলে কেউ কেউ বেছে নিতে বাধ্য হচ্ছেন আত্মহত্যার পথ। এরই প্রতিবাদে এদিন বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া স্বাস্থ্য জেলায় কর্মরত কমিউনিটি হেলথ অফিসাররা।

আরও পড়ুনঃ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা বাঁকুড়া মেডিক্যাল কলেজের রান্নাঘরে হানা, খাবারের মান নিয়ে ক্ষোভ

২০১৬ সালে রাজ্যের অন্যান্য জেলার মতোই বাঁকুড়া স্বাস্থ্য জেলার বিভিন্ন প্রান্তেও রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। সে সময় জিএনএম নার্সিং কর্মীদের একাংশকে কমিউনিটি হেলথ অফিসার হিসাবে নিয়োগ করা হয় এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রে একজন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের পাশাপাশি তাঁকে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয় একজন করে এএনএম নার্সিং কর্মী। ধীরে ধীরে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে চাপ বাড়তে শুরু করে। অভিযোগ, যাবতীয় চাপ এসে পড়ে কমিউনিটি হেলথ অফিসারদের উপর।

আরও পড়ুনঃ Durga Puja 2025: চাকচিক্য নেই, আলোর জৌলুসও নেই; বাঁকুড়ার হীরবাঁধের সরস্বতী হাঁসদার ২৩ বছরের নিষ্ঠার দুর্গাপুজো

অভিযোগ, একের পর এক প্রকল্পের কাজের চাপের পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটার এমনকি ল্যাব টেকনিশিয়ানদের কাজও তাঁদের করতে বাধ্য করা হচ্ছে। টেলি মেডিসিনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ায় সেই চাপও সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কমিউনিটি হেলথ অফিসাররা। কোনও কারণে কাজ করে উঠতে না পারলে স্বাস্থ্য দফতরের ঊর্ধতন আধিকারিকেরা বিভিন্নভাবে তাঁদের অপমানজনক কথা বলছেন। যা ধীরে ধীরে মানসিক নির্যাতনের সমতুল্য হয়ে উঠছে। কাজের চাপ সামাল দিতে না পেরে সম্প্রতি এক কমিউনিটি হেলথ অফিসার মানসিক অবসাদে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলেও দাবি ওই স্বাস্থ্য কর্মীদের।

এই পরিস্থিতিতে আকাশ ছোঁয়া কাজের চাপ কমানো সহ অন্যান্য দাবিতে আজ বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া স্বাস্থ্য জেলায় কর্মরত কমিউনিটি হেলথ অফিসাররা। অবিলম্বে দাবিপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এই মুহূর্তে

আরও পড়ুন