Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeদক্ষিণবঙ্গGayeshpur Incident: খেলা ঘিরে তেতে উঠল গয়েশপুর; ফুটবলারদের মারধরের নালিশ তৃণমূল কাউন্সিলরের...

Gayeshpur Incident: খেলা ঘিরে তেতে উঠল গয়েশপুর; ফুটবলারদের মারধরের নালিশ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়দের মাঠের বাইরে যেতে বলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। এই নিয়েই শুরু হয় বচসা।

ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হল গয়েশপুর। গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। তারপরই দাদাগিরির অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষের বিরুদ্ধে।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোট? অভিষেকের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

অভিযোগ গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু সংগঠনে ফুটবল খেলতে আসে পাশের ওয়ার্ডের কয়েকজন খেলোয়াড়। খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়দের মাঠের বাইরে যেতে বলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। এই নিয়েই শুরু হয় বচসা। অভিযোগ, তাঁর কথা না শোনায় পাশের ওয়ার্ডের খেলোয়াড়দের মারধর করেন ওই কাউন্সিলর। কাউন্সিলরের মারে একজন খেলোয়াড় গুরুতর জখম হন।

আরও পড়ুন: থমথমে জঙ্গিপুর! ৫ জনের বেশি জমায়েতে ‘না’, বন্ধ ইন্টারনেট; কড়া প্রশাসন

চিকিৎসার জন্য ওই যুবককে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ঘটনার অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। তিনি বলেন, “কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি হয়। আংটি লেগে কপাল সামান্য কেটে যায় একজন খেলোয়ারের। বিষয়টিকে যতবড় করে দেখানো হচ্ছে ততটা বড় কিছু নয়।  বিষয়টি আমরা মিটিয়েও নিয়েছি। কেউ কেউ এই ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন