সোজা দক্ষিণে ঘাঁটি গাড়ছে তৃণমূল। আর শুরুতেই মাস্টারস্ট্রোক। আস্ত একটা দলই তাদের দলের সঙ্গে মিলে যাচ্ছে। ২০২৬ সালের আগেই ফের জাতীয় দলের তকমা পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলে যাচ্ছে কেরল কংগ্রেস (ডেমোক্রেটিক)।
আরও পড়ুন: জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা
এক বছর আগেই কেরলের কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে নিজের দল গড়েছিলেন সাজি মাঞ্জাকাদ্মবিল। তাঁর দলের নাম ছিল কেরল কংগ্রেস (ডেমোক্রেটিক)।

সেই দলই ঘোষণা করল,তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলে যাচ্ছে। বুধবারই এই ঘোষণা করা হয়। এপ্রিল মাসেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটি যৌথ সম্মেলনের পরিকল্পনা রয়েছে কোট্টায়ামে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেরলের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে পৌঁছনোর চেষ্টা করবে তৃণমূল।
আরও পড়ুন: “খাদ্য প্রেমিক চোর”! শিলিগুড়িতে গ্রেফতার
ক্যাথলিক চার্চগুলি এতদিন ধরে যে অভিযোগ করে আসছে বিভিন্ন ইস্যুতে, সেইগুলি নিয়েই প্রচার শুরু করবে তৃণমূল। এমনটাই অনুমান। তৃণমূল কংগ্রেস দক্ষিণ ভারতে তাদের ভিত শক্ত করার চেষ্টা করছে।



