spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাCovid Updadate: নিয়মের বালাই নেই, উদাসীন সাধারণ মানুষ; বাংলায় বাড়ল আক্রান্তের...

Covid Updadate: নিয়মের বালাই নেই, উদাসীন সাধারণ মানুষ; বাংলায় বাড়ল আক্রান্তের সংখ্যা, চতুর্থ থেকে একলাফে তৃতীয়

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এ দফায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একটা করে দিন যাচ্ছে, আর করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত শতাধিক। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশোর বেশি। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁইছুঁই।

আরও পড়ুন: ‘উন্নয়ন কাকে বলে দেখে যান’! নিজের এলাকাতেই ক্ষোভের মুখে উন্নয়ন মন্ত্রী উদয়ন

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এ দফায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৩৮। সারা দেশে পাঁচ হাজারের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে সারা দেশে সারা দেশে কেরল (১৪৮৭) দিল্লির (৫৬২)পর‌ই বাংলা (৫৩৮)। দেশের মধ্যে কোভিড আক্রান্তের মানচিত্রে তৃতীয় স্থানে বাংলা। গতকালও কেরল, দিল্লি, মহারাষ্ট্র ছিল এই তালিকায়। আজ দেখা গেল আক্রান্তের নিরিখে কেরল, দিল্লি, পর পশ্চিমবঙ্গ রয়েছে।

এ দিকে, গোটা দেশে পাঁচ হাজারের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা পৌঁছতেই সতর্কবিধি জারি করেছে কেন্দ্র। বাজার, ভিড় এলাকা থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ। শুধু তাই নয়, করমর্দন-কোলাকুলি না করার নির্দেশ। একই সঙ্গে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হাত পরিষ্কার,চোখ, নাক, মুখ স্পর্শ করার আগে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বহু পর্যটক এখনও আটকে, ধস নামল এ বার কালিম্পঙেও

এ দিকে, এ রাজ্যের সরকারের তরফে গতকাল অর্থাৎ বুধবারও স্বাস্থ্য নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, জিনোম সিকোয়েন্সিং করতে হবে। স্কুল অফ ট্রপিক্যালে পাঠাতে হবে নমুনা পাঠাতে হবে। শ্বাসকষ্ট উপসর্গ থাকা রোগীদের নজরদারি করতে হবে। প্রয়োজনে টেস্ট করতে হবে। কো-মরবিটি যাঁদের রয়েছে তাঁদের দিকেও বিশেষ নজর দিতে হবে। ফিভার ক্লিনিকগুলির পরিকাঠামো মজবুত করতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন