spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeদক্ষিণবঙ্গSealdah Section: হাত ধরে দাঁড়িয়েছিল! ডাউন লোকালটা আসতেই এগিয়ে গেল যুগল, মুহূর্তেই...

Sealdah Section: হাত ধরে দাঁড়িয়েছিল! ডাউন লোকালটা আসতেই এগিয়ে গেল যুগল, মুহূর্তেই ছিন্নভিন্ন দেহ

জোরকদমে মৃতদের পরিবারেরও খোঁজ চলছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বনগাঁ-শিয়ালদহ শাখার বিরাটি থেকে দুর্গানগর স্টেশনের মাঝে রেল লাইন থেকে উদ্ধার যুগলের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর এলাকায়। তবে এখনও পর্যন্ত যুগলের নাম পরিচয় কিছু জানা যায়নি। তদন্তে নেমেছে রেল পুলিশ। মঙ্গলবার রাতে ওই যুগলের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ সাবধান, ঘোর বিপদ বাংলার, চিন্তা বাড়ছে পশ্চিমে

তবে আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধন্দে পুলিশ। এলাকার লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে জোরকদমে মৃতদের পরিবারেরও খোঁজ চলছে। তাহলেই এই বিষয়ে কিছুটা গতি আসতে পারে বলে মনে করছে পুলিশ। রেলপাড়ের বাসিন্দারা যদিও জানাচ্ছেন, ট্রেন আসার অনেক আগে থেকেই রেল লাইনে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল ওই যুগল। ডাউন লাইনে ট্রেন আসতেই তাঁরা ট্রেনের সামনে চলে যায়। ট্রেন আসতেই মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় দু’জনের দেহ।

আরও পড়ুনঃ উচ্চতা ৪৩৪ ফুট! ছাপিয়ে উপচে পড়ছে মুকুটমনিপুরের জল; একবার ঘুরে আসবেন না কি?

এক প্রত্যক্ষদর্শী বলছেন, “আমি দেখলাম হাত ধরে দুর্গানগরের দিকে রেল লাইনে উঠল। একজন মহিলা আর এক লোক ছিল। তবে ওরা স্বামী-স্ত্রী কিনা জানি না। কিছু সময়ের মধ্যেই ট্রেন এসে গেল। পরে সবার মুখে শুনলাম কাটা পড়েছে। তবে এদের আগে কখনও এখানে দেখিনি। এই এলাকার নয় বলেই মনে হয়।”

এই মুহূর্তে

আরও পড়ুন