সম্প্রতি বঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের। কোনও অজ্ঞাত কারণে সফর বাতিল করেছেন শা। বিজেপি সূত্রে শোনা যাচ্ছে, চলতি মাসে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে রাজ্যের একাধিক জায়গায় সাম্প্রদায়িক অশান্তি। এরই পাশাপাশি রয়েছে চাকরিহারাদের বিক্ষোভ। রাজ্যের এই টালমাটাল পরিস্থিতিতে মোদির উপস্থিতি রাজ্যের শাসক দলকে কোণঠাসা করবে বলে আশাবাদী পদ্মশিবির।
আরও পড়ুন: এসো হে বাঙালি! বঙ্গের বাহারি পদে হোক বর্ষবরণ
বিজেপি সূত্রে জানা গেছে, আগামী ২৪ এপ্রিল রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী । বিজেপির তরফে প্রধানমন্ত্রীর আসার কথা বলা হলেও, নবান্নের কাছে মোদির আসার খবর এখনও পর্যন্ত নেই বলেই জানা গেছে। কারণ, রাজ্যে কোনও ভিভিআইপি এলে সবার আগে খবর যায় নবান্নের কাছে। তবে এখনও এই খবর নেই বলেই জানানো হয়েছে রাজ্যের প্রশাসনিক ভবনের পক্ষ থেকে।
আরও পড়ুন: মমতার বন্দনা করা চাকরিহারারা দিল্লি যাচ্ছে, ওখানে পুলিশের লাঠির সাইজ আট ফুট: শুভেন্দু
প্রসঙ্গত উল্লেখ্য, যদি প্রধানমন্ত্রী রাজ্যে এসে জনসভা করেন, তাহলে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন বলেই জানা গেছে। অন্যদিকে, রাজ্যের এই সমস্যাবহুল পরিস্থিতিতে নরেন্দ্র মোদির বঙ্গ সফর নতুন কোন বার্তা বহন করে সেদিকেই সকলের নজর।