কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
নীলকণ্ঠ এবং নীলাবতী, অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোকউৎসব হল নীলষষ্ঠী। এই পূজা বা ব্রত মহিলারা তাঁদের সন্তানের মঙ্গলকামনায় পালন করেন। নীলপূজার দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন।
আজকে ” নীল পুজো ” তাই অন্যান্য জায়গার মতো শিলিগুড়িতেও নীল পুজোয় শিবের মাথায় জল ঢালতে উপস্থিত হয়েছেন মহিলারা। নীল পুজোতে উপাস করলে সন্তানদের আয়ু বৃদ্ধি হয়। স্বামীর আয়ু বাড়ে এই ধারণাই মহিলাদের। তবে নীল পুজোতে মহিলাদের সাথে সাথে পুরুষেরা ও এখন উপায় করেন। নিজেদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। পরিবারের কাছে শান্তি ফিরিয়ে আনার জন্য।
আরও পড়ুন: রাশিয়ার মিসাইলে ধ্বংস ভারতীয় সংস্থার সম্পত্তি, দাবি ইউক্রেনের
শিলিগুড়ির মন্দিরগুলোতে আজ সকাল থেকে ভীড় উপচে পড়েছে। মন্দিরা মন্দিরে পুরোহিতরাও নিজেদের নিজেদের দায়িত্ব পালন করছেন। শিলিগুড়িতে এদিন সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে মিষ্টি ফুল এবং ফলের দোকানে। মানুষ বিশ্বাস নিয়েই দোকানে যাচ্ছেন। গতকাল থেকেই নীল পুজোর জন্য বাজারে ছিল উপচে পড়া ভিড়। মানুষ নীল পূজায় আলাদা আলাদাভাবে নীল পুজো দিতে মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছেন। নীল পুজোতে এদিন ছিল মানুষের দ্রুত রাখার দিন। মানুষ ব্রত রাখছেন নিজের এবং নিজের পরিবারের মঙ্গল কামনার জন্য। মানুষের বিশ্বাস ভগবান শিব সবার মঙ্গল করবেন।