Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশPahalgam Terro Attack: জঙ্গিদের ডেরা চেনাতে গিয়েই কুলগামে নদীতে ঝাঁপ যুবকের, ড্রোনের...

Pahalgam Terro Attack: জঙ্গিদের ডেরা চেনাতে গিয়েই কুলগামে নদীতে ঝাঁপ যুবকের, ড্রোনের ফুটেজ দেখাল পুলিশ

কুলগামে এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক বাড়তেই বিবৃতি দিয়ে জানাল পুলিশ। এমনকি, ড্রোনের ফুটেজও পুলিশ সামনে আনল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জঙ্গিদের ডেরার খোঁজ জানতেন। নিরাপত্তাবাহিনীকে সেই ডেরা দেখানোর কথা জানিয়েছিলেন। কিন্তু, জঙ্গিদের সেই ডেরা দেখাতে গিয়েই নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে ঝাঁপ দেন নদীতে। কুলগামে এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক বাড়তেই বিবৃতি দিয়ে জানাল পুলিশ। এমনকি, ড্রোনের ফুটেজও পুলিশ সামনে আনল।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। মৃত্যু হয় ২৬ জনের। ওই হামলার জঙ্গি সন্ত্রাসদমন অভিযান আরও জোরদার করা হয়েছে। হামলায় জড়িতদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

আরও পড়ুন: মাসিক দুর্গাষ্টমীতে বৃদ্ধি যোগে মঘা নক্ষত্র, প্রেমের জীবনে বড় চমক এই চার রাশির

এই পরিস্থিতিতে কুলগামে তাঙ্গিমার্গের বছর তেইশের ইমতিয়াজ আহমেদ মাগরেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পেশায় শ্রমিক ইমতিয়াজ জঙ্গিদের সাহায্য করতেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছিলেন, তাঙ্গিমার্গের জঙ্গলে জঙ্গিদের খাবার দিয়ে সাহায্য করেছেন। জঙ্গিদের ডেরার খোঁজ নিরাপত্তাবাহিনীকে দেখাতে সম্মত হন তিনি।

এদিন সকালে পুলিশ ও সেনার যৌথ টিম তাঁকে নিয়ে জঙ্গিদের ডেরার খোঁজে যায়। তখনই নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন ইমতিয়াজ। কিন্তু, নদীর প্রচণ্ড স্রোতে ভেসে যান তিনি। সেই ছবি ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে। সেই ছবিও সামনে এনেছে পুলিশ।

আরও পড়ুন: ‘পুলিশ জোর করে তুলে নিয়ে যেতে চাইছে’! সল্টলেকে বসে রাজ্যপাল বোসকে চিঠি

এদিকে, এদিন ওই যুবকের দেহ উদ্ধারের পরই সরব হয়েছে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই যুবকের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। ওই যুবকের পরিবারও ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু, ওই যুবক যে পালাতে নিজেই নদীতে ঝাঁপ দিয়েছিলেন, তা স্পষ্ট করে দিয়েছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন