প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা। রবিবার রাত পৌনে ১১টা নাগাদ সল্টলেকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন।
আরও পড়ুনঃ স্তব্ধ এক অধ্যায়! বামপন্থী চিন্তক আজিজুল হকের প্রয়াণ
বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন আবু হেনা। তিনি পেশায় ছিলেন আইনজীবী। ১৯৯১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লালগোলার কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সালে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী হয়েছিলেন। পরে কংগ্রেস মন্ত্রিসভা থেকে সরে এসে ইস্তফা দেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার তিনি তৃণমূলের প্রার্থী মুহাম্মদ আলির কাছে প্রথম পরাজিত হন। আবুর বাবা আব্দুস সাত্তার ছিলেন সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য। আজ সোমবার তাঁর দেহ কলকাতা থেকে লালগোলায় নিয়ে যাওয়া হয়।
প্রয়াত এই প্রবীন কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। আবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি তাঁর সমাজমাধ্যমে লেখেন, “ভাবতে কষ্ট হচ্ছে আমাদের প্রিয় হেনাদা, আবু হেনা সাহেব আর নেই। গত সপ্তাহেই কলকাতায় দেখা করে এলাম। আশা করেছিলাম, আবার মুর্শিদাবাদে ফিরে আসবেন, আমাদের মধ্যেই থাকবেন, আগের মতোই শক্ত হাতে পথ দেখাবেন। কিন্তু সেই দেখা যে শেষ দেখা হবে, তা কল্পনাও করিনি। দীর্ঘ পথ চলেছি আমরা একসঙ্গে। কত লড়াই, কত প্রতিকূলতা একসঙ্গে পেরিয়ে এসেছি। অনেক ভাল সময়ের সাক্ষী থেকেছি, আবার অনেক খারাপ সময়েও কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছি। তিনি কেবল প্রাক্তন মন্ত্রী বা জেলা কংগ্রেস সভাপতি ছিলেন না, তিনি ছিলেন আমার সহযোদ্ধা এবং হৃদয়ের আপনজন। তাঁর আদর্শ ও মতাদর্শের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার-পরিজন এবং সমস্ত শুভানুধ্যায়ীর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আমরা তাঁর স্মৃতি ও আদর্শ বহন করেই লড়াই চালিয়ে যাব। সেটাই হবে আমাদের তরফ থেকে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা।”
আরও পড়ুনঃ তালিকায় নাম ছিল না পরেশ পালের, ভিতরে ঢুকতেই পারলেন না বিধায়ক পরেশ পাল; বললেন ‘মাথা ঘুরছে’
প্রবীন কংগ্রেস নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুর্শিদাবাদ আরএসপি-র জেলা সম্পাদক নওফেল মহা: সফিউল্লা (আ্যলবার্ট। তিনি আমাদের জানিয়েছেন, “রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনা’র জীবনাবসানে আরএসপি গভীর শোক প্রকাশ করছে। স্বাধীনতার পরে মুর্শিদাবাদের জনকল্যাণের প্রয়োজনে যে মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির গড়ে উঠেছিল ত্রিদিব চৌধুরী, রেজাউল করিম, নলিনাক্ষ সান্যাল প্রমুখের হাত ধরে, সেই সংস্কৃতির অন্যতম প্রতিনিধি ছিলেন আবু হেনা। জেলাবাসী হারালো একজন সৎ নিষ্ঠাবান সুভদ্র রাজনৈতিক ব্যক্তিত্বকে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা এবং কংগ্রেস কর্মীদের সমবেদনা জানাই।“