Monday, 15 September, 2025
15 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশRekha Gupta: মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা; চুলের মুঠি ধরে মারধর, রেখাকে নিয়ে...

Rekha Gupta: মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা; চুলের মুঠি ধরে মারধর, রেখাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে

হামলাকারীর ব্যক্তির নাম রাজেশ ভাই খিমজি বলে জানা গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাতসকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা! খাস দেশের রাজধানীতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সিভিল লাইন্‌সের বাসভবনে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ চিন্তায় বিমান! জোটে আগ্রহী নয় ফরওয়ার্ড ব্লক ও আরএসপি

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালীন ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, হঠাৎ মধ্য-তিরিশের এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। অভিযোগ, এর পরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করে দেন। রেখার চুল টেনে ধরে তাঁকে চড়ও মারেন ওই যুবক। এর পরেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। বিভিন্ন সূত্রের দাবি, অভিযুক্ত যুবকের কাছে আদালত সম্পর্কিত কিছু নথি পাওয়া গিয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে।

যদিও আদতে কী ঘটেছে, তা নিয়ে ধন্দ কাটেনি। ঘটনার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থাকা এক প্রত্যক্ষদর্শী আবার জানিয়েছেন, আক্রমণকারী একজন মহিলা ছিলেন! তবে মুখ্যমন্ত্রীর উপর ‘হামলা’ যে হয়েছে, তা নিশ্চিত। বিষয়টি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই-ও। কোনও কোনও সূত্রে খবর, রেখাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বিজেপির দাবি, গোটা ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব মুখ্যমন্ত্রীর উপর ‘হামলার’ তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘জনশুনানির সময় এক যুবক রেখার কাছে এসে কিছু কাগজপত্র দেখান। এর পরেই তিনি মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরেন। হাতাহাতিও হয়। সে সময় একটি টেবিলে ধাক্কা লাগে।’’ তবে চড় মারা কিংবা পাথর ছোড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বীরেন্দ্র।

আরও পড়ুনঃ ‘বিচারপতিরা চেম্বারেই বাতিল করেছেন, সেগুলি আদালতে আনার উপযুক্ত মনে করেননি’, বললেন শামিম

ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর উপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ এবং প্রতিবাদ থাকবে, কিন্তু তাই বলে হিংসার কোনও জায়গা নেই। আশা করি দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে।’’

এই মুহূর্তে

আরও পড়ুন