সাহেব দাস, আরামবাগ:
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অন্যের জায়গায় তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে আরামবাগ মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘীরপাড় এলাকায়। জানা গেছে, মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড় এলাকার বাসিন্দা তপন পাত্র নামে এক ব্যক্তি অন্য জায়গার দাগ নম্বর দিয়ে ইন্দিরা আবাসের আবেদন করেন। ঘর বেরোনোর পর অন্য দাগের ও অন্যের জায়গায় ঘর তৈরি করার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এরপরই ব্যাপক গন্ডগোল শুরু হয় ঐ এলাকায়। অভিযোগ, ঘরবাড়ি রায় পরিবারের জায়গায় জোরপূর্বক ভাবে ঘর তৈরি তপন পাত্র-র বিরুদ্ধে। এরপর ঘরবাড়ি রায় পরিবারে সদস্যরা মিলে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে গেলে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে। রায় পরিবার থেকে বলা হয় কাজ বন্ধ করতে হবে এই মুহূর্তে। আইনের দ্বারস্থ হবার কথা জানায় রায় পরিবার। গোন্ডোগোলের পর তপন পাত্র তাঁর বাড়ি তৈরীর কাজ বন্ধ রাখে।
আরও পড়ুন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এক আলোচনা সভা শিলিগুড়ি পুরসভাতে
প্রবীর রায় জানান, আমাদের পূর্বপুরুষের এই জায়গা। এই জায়গাটি সরকারের সাথে আমাদের কেস চলছে। তাদের অভিযোগ কি করে অন্য জায়গা দাগ নম্বর দেখিয়ে অন্য জায়গায় কি করে ঘর করতে পারে? আমরা বিডিওর কাছে দ্বারস্থ হবো। অবিলম্বে আমরা আইনি পদক্ষেপ নেব। তপন পাত্র জানান, এই জায়গাটির একটি মাটির বাড়ি ছিল। এই জায়গাটিতে দীর্ঘদিন আমরা বসবাস করছি।মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করছি। ঘরবাড়ি রায় পরিবার থেকে তা বাদ দেওয়া হয়। আমিও আইনের দ্বারস্থ হবো।
আরও পড়ুন: ত্রিপুরায় নতুন ৩টি প্রধান অপরাধ আইন বাস্তবায়নের উপর পর্যালোচনা সভা মুখ্যমন্ত্রীর
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, প্রশাসনকে অন্ধকারে রেখে কি ভাবে অন্য জায়গার দাগ নম্বর দেখিয়ে সরকারি আবাস যোজনার সুযোগ পায়। এই ঘটনায় কারা জড়িত তার অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন।