Thursday, 17 July, 2025
17 July, 25
HomeকলকাতাKolkata Metro: বিপর্যয় থেকে শিক্ষা, জোকা-ধর্মতলা সুড়ঙ্গ খননে কীভাবে কাজ করবে তামিলনাড়ুর...

Kolkata Metro: বিপর্যয় থেকে শিক্ষা, জোকা-ধর্মতলা সুড়ঙ্গ খননে কীভাবে কাজ করবে তামিলনাড়ুর বিশেষ যন্ত্র

জানা যাচ্ছে, ভিক্টোরিয়া, এসিয়াটিক সোসাইটির মতো ভবনগুলোতে বিশেষ যন্ত্র বসানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মেট্রোর টানেল খননের জেরে ভয়ংকর বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন বউবাজারবাসীরা। বহু মানুষকে ঘরছাড়তে হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জোকা-ধর্মতলা রুটে মেট্রোর সুড়ঙ্গ খননে অতি সাবধানী কর্তৃপক্ষ। তামিলনাড়ু থেকে আনা হয়েছে অত্যাধুনিক ২ টি টানেল বোরিং মেশিন। বিপদ এড়াতে এলাকার ঐতিহ্যবাহী ভবনগুলোয় বিশেষ যন্ত্রও লাগানো হয়েছে বলে খবর। কীভাবে কাজ করবে তামিলনাড়ুর এই বিশেষ যন্ত্র?

আরও পড়ুনঃ রানওয়ের কাছেই বিস্ফোরণ! এবার লন্ডনে ভেঙে পড়ল বিমান

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই মেশিনে রয়েছে বিশেষত্ব। তামিলনাড়ু থেকে আনা হয়েছে দুর্গা আর দিব্যা নামের দুটি বোরিং মেশিনে মুখে রয়েছে রবার। ফলে খননের সময় মেশিনের ভিতরে কাদামাটি ঢুকতে পারবে না। তবে খননে সময় মাটির প্রকৃতি বোঝাটাও খুব প্রয়োজন। জানা যাচ্ছে, মাটি কেমন তা বুঝে ঘনঘন বদলাবে যন্ত্রের আস্তরণ। এই যন্ত্রের পিছনের অংশে আছে রাসায়নিক পাম্প। এছাড়া যেখানে যেখানে এই বোরিং মেশিন কাজ করবে সেখানে রয়েছে বিশেষ ক্যামেরার ব্যবস্থাও। জানা যাচ্ছে, ভিক্টোরিয়া, এসিয়াটিক সোসাইটির মতো ভবনগুলোতে বিশেষ যন্ত্র বসানো হয়েছে। ফলে সামান্য সমস্যা দেখা দিলেও তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে পড়বে।

আরও পড়ুনঃ  রূপচর্চার সিক্রেট ফাঁস! নিজেই নিতেন লম্বা দাড়ির যত্ন বিশ্ব কবির 

প্রসঙ্গত, জোকা-ধর্মতলা রুটে খিদিরপুর স্টেশন তৈরি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। রাজ্য সরকারের চেষ্টায় তা কেটেছে। পার্পল লাইনের খিদিরপুর থেকে ভিক্টোরিয়া এবং তারপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে আপ ও ডাউন লাইনের দু’টো সুড়ঙ্গ কাটতে এই যন্ত্র ব্যবহার হবে। উল্লেখ্য, এই লাইনের জোকা থেকে মোমিনপুর পর্যন্ত অংশটি এলিভেটেড। তবে মোমিনপুর স্টেশন ছাড়ার কিছুটা পরে ওই লাইন মাটির নিচে ঢুকবে। খিদিরপুর স্টেশন থেকে বাকি অংশ ভূগর্ভস্থ।

এই মুহূর্তে

আরও পড়ুন