spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: ময়মনসিংহে রেললাইন উপড়ে ফেলল দুষ্কৃতীরা! লাইনচ্যুত ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস

Bangladesh: ময়মনসিংহে রেললাইন উপড়ে ফেলল দুষ্কৃতীরা! লাইনচ্যুত ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের আগে লাইনচ্যুত হয় অগ্নিবাণী এক্সপ্রেস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশের ময়মনসিংহে রেললাইন উপড়ে ফেলল দুষ্কৃতীরা! এর ফলে সোমবার ভোরে লাইনচ্যুত হয় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস। এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকেই ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। তবে এই লাইন উপড়ে দেওয়ার নেপথ্যে কাদের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ শোকের ছায়া টলি ইন্ডাস্ট্রিতে; প্রয়াত হলেন ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক

‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুসারে, রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা রেললাইনের ২০ ফুট অংশের নাট খুলে ফেলে। লাইনের ওই অংশের পাত উপড়ে ফেলা হয়।

সোমবার ভোর ৫টা নাগাদ (বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে) ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের আগে সালটিয়া মাঠখোলা এলাকায় লাইনচ্যুত হয় অগ্নিবাণী এক্সপ্রেসের ইঞ্জিন এবং সামনের তিনটি কামরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ “‘চিকেন নেক’ থেকে ‘এলিফ্যান্ট নেক’-এর দিকে যাত্রা শুরু করার সময় এসেছে”; চিকেন নেক নিয়ে বিস্ফোরক মন্তব্য সদগুরুর

গফরগাঁওয়ের স্টেশনমাস্টার এই ঘটনা প্রসঙ্গে ‘প্রথম আলো’কে বলেছেন, “মধ্যরাতে কে বা কারা প্রায় ২০ ফুট লাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর লাইন মেরামত করে আবার ট্রেন চলাচল চালু করা হবে।”

ময়মনসিংহের ওই এলাকায় প্রার্থী নির্বাচন নিয়ে খালেদা জিয়ার দল বিএনপির অন্দরে ঝামেলা রয়েছে। শনিবার এবং রবিবারের পর সোমবারও সকালে প্রার্থীবদলের দাবি জানিয়ে রাস্তা এবং ট্রেন অবরোধ শুরু করেছেন দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। তবে বাংলাদেশের রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিএনপি-র ওই নেতা-কর্মীরা রবিবার সকাল ৯টার পর অবরোধ কর্মসূচি শুরু করেছেন। আর লাইন উপড়ে ফেলার ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে।

এই মুহূর্তে

আরও পড়ুন