spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeদেশDharmendra: আর ঘটল না মিরাকেল, বিদায় হি-ম্যান; শোকে-শ্রদ্ধায় বিহ্বল ভারত

Dharmendra: আর ঘটল না মিরাকেল, বিদায় হি-ম্যান; শোকে-শ্রদ্ধায় বিহ্বল ভারত

সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন রূপলি পর্দার হি-ম্যান ধর্মেন্দ্র।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বলিউডের নক্ষত্রপতন। একটা যুগের অবসান৷ ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা ধর্মেন্দ্র। শনিবার ২৪ নভেম্বর ভোরে মুম্বইয়ের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খবর সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে। মাত্র ১২ দিন আগেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি থাকার পর তাঁকে ছাড়া হয়েছিল। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় অক্টোবরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পদার্পণ করার কথা ছিল তাঁর।

আরও পড়ুনঃ নদীখাতে সহস্রলিঙ্গ! কখনও ধ্বংসের হাত পড়েনি সহস্রলিঙ্গে

১৯৬০ সালে Dil Bhi Tera Hum Bhi Tere ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ধর্মেন্দ্র। প্রথম দিকে সাধারণ মানুষের কথা বলা চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন দর্শকের— Anpadh, Bandini, Anupama থেকে Aaya Sawan Jhoom Ke, প্রতিটি ছবিতেই উঠে এসেছিল তাঁর অভিনয়ের কোমল, মানবিক দিক।

এর পর সময়ের সঙ্গে নিজেকে বারবার নতুনভাবে আবিষ্কার করেছেন তিনি। অ্যাকশন হিরো, রোমান্টিক নায়ক, কমেডির তারকা— প্রায় সব ছাঁচেই অভিনয়ে বাজিমাত করেছেন। Sholay, Dharam Veer, Chupke Chupke, Mera Gaon Mera Desh, Dream Girl— ভারতীয় সিনেমার ইতিহাসে যেসব ছবি আজও কালজয়ী, তাদের ব্যঞ্জনায় চিরতরে মিশে আছেন তিনি।

আরও পড়ুনঃ শীতের পারদ নামতেই নলেন গুড়ে মজেছে আপামর বাঙালি

জীবনের শেষ পর্বেও অভিনয় থেকে দূরে যাননি ধর্মেন্দ্র। এ বছরই মুক্তিপ্রাপ্ত ‘Teri Baaton Mein Aisa Uljha Jiya’–য় তাঁকে দেখা যায় শাহিদ কাপুর ও কৃতি স্যাননের সঙ্গে পর্দা ভাগ করে নিতে।
আরও একবার বড় পর্দায় দর্শক তাঁকে দেখার কথা ছিল, ‘Ikkis’ ছবিতে, যেখানে মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সেই ছবি।

ধর্মেন্দ্র চলে গেলেন, তবে রইল অগণিত স্মৃতি, রইল অসংখ্য কালজয়ী সংলাপ ও চরিত্র। বলিউডের ইতিহাসে ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা নন, এক যুগের আবেগ, পর্দার এক অদম্য উচ্ছ্বাসের নাম।

এই মুহূর্তে

আরও পড়ুন