Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeআন্তর্জাতিক নিউজVladimir Putin: বিশ্ব রাজনীতির উঠোনে চাঞ্চল্যকর প্রশ্ন! সত্যিই কি পুতিন ছিলেন আলাস্কায়?

Vladimir Putin: বিশ্ব রাজনীতির উঠোনে চাঞ্চল্যকর প্রশ্ন! সত্যিই কি পুতিন ছিলেন আলাস্কায়?

একদল নেটিজেন দাবি করেছেন, যিনি ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি আসল পুতিন নন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশ্ব রাজনীতির উঠোনে ফের উঠল চাঞ্চল্যকর প্রশ্ন—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি সত্যিই আলাস্কায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে? নাকি তাঁর পরিবর্তে পাঠানো হয়েছিল এক ‘বডি ডাবল’? অর্থাৎ পুতিনের মতোই দেখতে কিন্তু পুতিন নয়। আসলে পুতিনকে নিয়ে এরকম রূপকথার গল্প রয়েছে রাশিয়ায়। তাঁর নাকি অনেক বডি ডাবল রয়েছে। তাঁর মতই দেখতে, তাঁর মতই হাঁটেন চলেন ও কথা বলেন!

গতকাল আলাস্কায় পুতিন-ট্রাম্প সাক্ষাৎ নিয়ে নানা ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তেই একদল নেটিজেন দাবি করেছেন, যিনি ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি আসল পুতিন নন। তাঁদের বক্তব্য, এই ‘পুতিন’-এর গালের হাড় বেশি উঁচু, চেহারায় হাসিখুশি ভাব বেশি, আর তাঁর হেঁটে চলার ধরণও একেবারেই আলাদা

একজন সোশ্যাল মিডিয়া পোস্ট করে লিখেছেন, “এটা সম্ভবত পুতিনের বডি ডাবল নম্বর ৫। ওর গালের মাংস বেশি এবং হাঁটার ধরন আলাদা। আসল পুতিন সাধারণত ডান হাত স্থির রেখে হাঁটেন—যা কেজিবি প্রশিক্ষণের একটা ক্লাসিক ভঙ্গি।”

আরেকজনের মন্তব্য, “ওরা আসল পুতিনকে পাঠায়নি। বরং পাঠিয়েছে সেই ‘জোভিয়াল পুতিন’-কে, যিনি সাধারণত পুতিন সেজে ছোটখাটো অনুষ্ঠানে উপস্থিত হন।”

আরও পড়ুনঃ চূড়ান্ত সমাধানে পৌঁছোতে পারলেন না ট্রাম্প-পুতিন, আবার বৈঠকের সম্ভাবনা

কেন এত সন্দেহ?

পুতিনকে ঘিরে বডি ডাবল ব্যবহার করার গল্প নতুন নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং নানা গবেষণা বহুবার দাবি করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট তাঁর নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে কখনও কখনও অনুরূপ চেহারার লোক পাঠান প্রকাশ্যে। এমনকি উইকিপিডিয়ায়ও আছে একটি বিশেষ পাতা—“Alleged doubles of Vladimir Putin”—যেখানে বলা হয়েছে পুতিনের একাধিক ছায়া-সঙ্গীর অস্তিত্ব রয়েছে।

ষড়যন্ত্রতত্ত্বের প্রবক্তাদের মতে, এই ডাবলদের প্লাস্টিক সার্জারির মাধ্যমে পুতিনের মতো দেখতে বানানো হয়। তবে সূক্ষ্ম পার্থক্য থেকেই ধরা পড়ে আসল-নকলের ফারাক।

‘গানস্লিঙ্গার গেইট’ রহস্য

সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল পুতিনের হাঁটার ধরন, যা পরিচিত “গানস্লিঙ্গার গেইট” নামে। এভাবে হাঁটার সময় তাঁর ডান হাত শরীরের পাশে অস্বাভাবিকভাবে স্থির থাকে, আর বাম হাত স্বাভাবিক ছন্দে দুলতে থাকে।

স্নায়ুবিজ্ঞানীদের মতে, এটি কোনও শারীরিক অসুস্থতার কারণে নয়, বরং কেজিবি-তে প্রশিক্ষণের সময় শেখানো কৌশল। অস্ত্র-ধারী হাতকে শরীরের কাছে রাখতে বলা হত, যাতে প্রয়োজনে মুহূর্তে অস্ত্র বের করা যায়। কিন্তু পুতিনের বডি ডাবলরা এই বিশেষ ভঙ্গি অনুকরণ করতে পারেন না।

আরও পড়ুনঃ কৃপা করবেন বংশীধর! আজ গোপালের ভোগে মাখন-মিছরি ছাড়া আর কী দেবেন?

আলাস্কায় ট্রাম্পের সঙ্গে পুতিন বা তাঁর সম্ভাব্য ডাবল—যেই উপস্থিত থাকুন না কেন, এই সফরকে ঘিরে যথেষ্ট কূটনৈতিক গুরুত্ব রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফের প্রভাব বিস্তার করতে চাওয়া ট্রাম্পের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে নতুন মাত্রা আনতে পারে।

তবে সোশ্যাল মিডিয়ার এই বিতর্ক প্রমাণ করে দুনিয়াজোড়া মানুষের মধ্যে পুতিনকে ঘিরে সন্দেহ কতটা গভীর। কেউ কেউ মনে করছেন, পুতিনের প্রকৃত স্বাস্থ্যের অবস্থা আড়াল করতেই রাশিয়া এই ডাবলদের ব্যবহার করছে। আবার কারও মতে, এটি একেবারেই কল্পিত তত্ত্ব, যা রাজনৈতিক নাটকীয়তা বাড়ায়।

সত্যিই কি পুতিন ছিলেন আলাস্কায়? নাকি ‘ডাবল’ পাঠিয়ে মঞ্চে রাজনীতি সাজালেন ক্রেমলিন? এর উত্তর আপাতত অজানা। তবে এই বিতর্ক নিঃসন্দেহে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে নতুন আলোচনার খোরাক যোগ করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন