দিঘার জগন্নাথ মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার সম্পন্ন হয়ে গেল । কাঠের জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন করলেন পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বাধীন পুরোহিতেরা। প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিট। রুদ্ধ দরজার ভিতরে হলো প্রাণপ্রতিষ্ঠা। প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথের স্নান এবং বস্ত্র পরিধানের প্রক্রিয়া সম্পন্ন হলো । এরপর নিবেদন করা হয় ৫৬ ভোগ। আজ বুধবার মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তির পর্দা উন্মোচন হবে আজই। সেজন্য এদিন সকাল থেকেই চলছে মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা-পাঠ, ভোগ রান্না।
আরও পড়ুন: হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক মোদির, ঘোষণা করলেন ক্ষতিপূরণ
সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ভোগ নিবেদন করা হয় । ৫৬ ভোগে থাকছে ২০ ধরনের মিষ্টি, ১৬ রকমের নোনতা খাবার এবং ২০ রকমের শুকনো ফল। রয়েছে ঘোল, ক্ষীর, বাদাম দুধ, টিক্কি, কাজু, কাঠবাদাম, পেস্তা, রসগোল্লা, জিলিপি, লাড্ডু, রাবড়ি, মাঠরি, মালপোয়া, মোহনভোগ, চাটনি, মুগ ডালের পুডিং, পিঠে, খিচুড়ি, বেগুনের তরকারি। এছাড়া থাকছে সবজির পুর দেওয়া কচুরি, সবুজ তরকারি, দই, ভাত, ডাল, পাপড় দেওয়া হবে। ভোগ রান্নার জন্য মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ১০০ জন যুক্ত রয়েছেন।
কাঠের জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন
নিমকাঠের তৈরি জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দয়িতাপতির নেতৃত্বে পুরোহিতেরা প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এর পর বেলা সাড়ে ১২টা নাগাদ পাথরের জগন্নাথে প্রাণপ্রতিষ্ঠা করবেন ইসকনের সেবায়েতরা। একই সঙ্গে রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হবে।
আরও পড়ুন: টান মধ্যবিত্তর পকেটে; আজ বুধবার থেকে মাদার ডেয়ারি দুধের দাম বাড়ল
মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন তৃণমূলের একঝাঁক নেতা, সাংসদ, বিধায়ক। মঙ্গলবারও উপস্থিত ছিলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে জুন মালিয়া, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মূল যজ্ঞমঞ্চের অদূরে মঞ্চে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কেও। টলিউডের নামী প্রযোজক শ্রীকান্ত মোহতা, গায়ক নচিকেতা চক্রবর্তী, অভিনেতা ও চিত্রপরিচালক অরিন্দম শীল, দেবলীনা কুমার, শিল্পপতি রুদ্র চট্টোপাধ্যায় প্রমুখকেও দেখা গিয়েছিল মন্দিরের কাছে তৈরি মঞ্চে। মমতা বলেন ‘‘বুধবার অনুষ্ঠান আছে। সে জন্য অদিতি (মুন্সি, গায়িকা, বিধায়ক) এসেছে। ডোনা গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি এসেছে। দেব, রচনা, দেবলীনা, সকলেই এসেছে।’’ যজ্ঞের সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা তথা মমতার ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়।