Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeদক্ষিণবঙ্গDilip Ghosh: ডুগডুগি হাতে দিলীপ! কোনও কি বিশেষ বার্তা?

Dilip Ghosh: ডুগডুগি হাতে দিলীপ! কোনও কি বিশেষ বার্তা?

ডুগডুগি বাজাতে-বাজাতে হাঁটলেন তিনি। হঠাৎ হাতে ডুগডুগি কেন?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রাতঃভ্রমণে প্রতিদিন বের হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। তবে আজ বিজেপি নেতাকে দেখা গেল খানিক অন্য মেজাজে। ডুগডুগি বাজাতে-বাজাতে হাঁটলেন তিনি। হঠাৎ হাতে ডুগডুগি কেন? কোনও কি বিশেষ বার্তা দিতে চাইলেন কাউকে?

আরও পড়ুন: মালিতে আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে অপহৃত তিন ভারতীয়! 

বুধবার তাঁর দল পেয়েছে নতুন রাজ্য সভাপতি। রাজ্য়সভার সাংসদ শমীক ভট্টাচার্যের উপর আগামী তিন বছর এ রাজ্যের বিজেপি-র দায়িত্ব। একসময় দিলীপও এই পদের দায়িত্ব সামলেছেন। শুধু সামলানি, বলা ভাল এ রাজ্যে তাঁর সময়ে বিজেপি-র আসন সংখ্যাও বেশি ছিল। তবে গত লোকসভা নির্বাচনে হারের পর থেকে ধীরে ধীরে দলের সঙ্গে তাঁর দূরত্ব যেন বেড়েছে। না তাঁকে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচি, না থাকেন এ রাজ্যে হয়ে যাওয়া অমিত শাহের মিটিংয়ে। এখন আপাতত দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে খানিক দূরেই রয়েছেন সদ্য বিবাহিত এই বিজেপি নেতা। বুধে যখন রাজ্য সভাপতি পদে নতুন কে বসবেন সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে, তখন দিলীপ আবার রাজ্য সভাপতি হবেন কি না তা নিয়েও কেউ কেউ জল্পনা করেছিলেন। পরবর্তীতে পরিষ্কার হয় সবটা। এবারও প্রাক্তন এই সাংসদ পাননি দায়িত্ব।

আরও পড়ুন: উল্টো রথ ও মহরম এক দিনে; কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

এ দিন দিলীপ দুর্গাপুরের রাস্তায় প্রথমে মিষ্টি খেলেন। তারপর ডুগডুগি বাজাতে-বাজাতে ঘুরতে দেখা গেল তাঁকে। সাংবাদিকরা প্রশ্ন করতেই বললেন, “বর্তমান পরিস্থিতির নিয়ে সবাইকে জাগাচ্ছি।” তবে কোন পরিস্থিতি, হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হল তার স্পষ্ট করে তিনি কিছু বলেননি। বিজেপি নেতা বলেন, “শ্রাবণ মাস পড়েছে। প্রভু মহাদেব ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তাঁর হাতে ডমরু থাকে সবাইকে জাগানোর জন্য। আমরাও বর্তমান পরিস্থিতির জন্য সবাই জাগাচ্ছি। আসুন লড়াই করুন। তাই ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাতে।”

এই মুহূর্তে

আরও পড়ুন