Wednesday, 15 October, 2025
15 October
Homeআন্তর্জাতিক নিউজUS Ambassador: পাকিস্তান, বাংলাদেশেরও দায়িত্ব সামলাবেন! ছায়াসঙ্গীকে ভারতে রাষ্ট্রদূত বাছলেন ট্রাম্প

US Ambassador: পাকিস্তান, বাংলাদেশেরও দায়িত্ব সামলাবেন! ছায়াসঙ্গীকে ভারতে রাষ্ট্রদূত বাছলেন ট্রাম্প

গরকে ভারতের মতো বিশাল এবং দক্ষিণ এশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত বাছাই করা নিয়ে অনেকেই বিস্মিত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব দিলেন সার্জিয়ো গোরকে। তিনি বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে রয়েছেন। সমাজমাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছেন, সার্জিয়ো ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ করবেন। সেই সঙ্গে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ এবং মধ্যে এশিয়ায়। সেখানে তিনি প্রেসিডেন্টের বিশেষ দূত হিসাবে কাজ করবেন। সার্জিয়ো বরাবরই ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। ট্রাম্পের সঙ্গে বচসার পর মার্কিন ধনকুবের ইলন মাস্ক যখন হোয়াইট হাউসের পদ ছেড়ে দিয়েছিলেন, তখন সার্জিয়োকে তিনি ‘সাপ’ বলে উল্লেখ করেছিলেন।

আরও পড়ুনঃ হতাহত অনেক, চলছে উদ্ধারকাজ; দুর্ঘটনার কবলে পর্যটকবোঝাই বাস

সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে আমি সার্জিয়ো গোরকে নিয়োগ করছি। সেই সঙ্গে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় বিশেষ দূত হিসাবে কাজ করবেন তিনি। প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের ডিরেক্টর হিসাবে সার্জিয়ো এবং তাঁর দলের সদস্যেরা রেকর্ড সময়ের মধ্যে ফেডেরাল গভর্নমেন্টের বিভিন্ন দফতরে প্রায় চার হাজার জনকে নিয়োগ করেছেন। আমাদের দফতর এবং সংস্থাগুলি প্রায় ৯৫ শতাংশ পূর্ণ। ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ শুরুর আগে পর্যন্ত সার্জিয়ো হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।’’

সার্জিয়োকে ‘খুব ভাল বন্ধু’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেছেন, ‘‘সার্জিয়ো দারুণ বন্ধু। বহু বছর ধরে উনি আমার পাশে আছেন। আমার হয়ে নির্বাচনী প্রচারে ছিলেন, আমার বই প্রকাশ করেছেন, আমাদের আন্দোলনকে সমর্থন করে অনেক কাজ করেছেন। আমেরিকার জনগণের কাছ থেকে আমরা যে দায়িত্ব পেয়েছি, তা বাস্তবায়নে সার্জিয়োর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুনঃ ‘সরকারি কর্মী 50 ঘণ্টা জেলে থাকলে সাসপেন্ড, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী নয় কেন?’, কটাক্ষ প্রধানমন্ত্রীর

ভারত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াকে ‘বিশ্বের সবচেয়ে জনবহুল এলাকা’ বলেছেন ট্রাম্প। জানিয়েছেন, এই অঞ্চলের জন্য তাঁর এমন কাউকে নিয়োগ করা প্রয়োজন ছিল, যাঁকে চোখ বুজে ভরসা করা যায়। রাষ্ট্রদূত হিসাবে সার্জিয়ো ভাল কাজ করবেন, আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট।

সার্জিয়োকে কেন ‘সাপ’ বলেছিলেন মাস্ক? টেসলা সিইওকে হোয়াইট হাউসে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে বচসার পর তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। সূত্রের খবর, ইস্তফার আগে বেশ কিছু দিন সার্জিয়োর সঙ্গে মাস্কের সংঘাত চলেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট একটি রিপোর্টে দাবি করেছিল, যে সার্জিয়োর উপর হোয়াইট হাউসের কর্মচারীদের যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সার্জিয়ো নিজেই নিজের নিরাপত্তা ছাড়পত্রের নথি ঠিক মতো জমা দেননি। হোয়াইট হাউস থেকে অবশ্য এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছিল। তার পরেই সার্জিয়োকে ‘সাপ’ বলেছিলেন মাস্ক।

এই মুহূর্তে

আরও পড়ুন