Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজDonald Trump: ‘সংযত থাকুন না হলে…’! মামদানিকে হুঁশিয়ারি ইজরায়েল-বান্ধব ট্রাম্পের

Donald Trump: ‘সংযত থাকুন না হলে…’! মামদানিকে হুঁশিয়ারি ইজরায়েল-বান্ধব ট্রাম্পের

ট্রাম্প বলেন, “মামদানি সমাজতান্ত্রিক নন। তিনি একজন কমিউনিস্ট। ইহুদিদের প্রতি তিনি কুৎসিত মন্তব্য করেছেন।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আন্তর্জাতিক অপরাধ কোর্ট আগেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাই তিনি যদি নিউইয়র্কে পা রাখেন তাহলে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। দিন কয়েক আগে এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। এই মন্তব্যের জন্যই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়লেন তিনি। ট্রাম্পের হুমকি, “নিউ ইয়র্কের পরবর্তী মেয়র হতে পারেন মামদানি। যদি তিনি হন, তাহলে তাঁকে সংযত থাকবে হবে। ইহুদি বিদ্বেষী মন্তব্য থেকে বিরত থাকতে হবে। আর যদি তিনি তেমনটা না করেন, তাহলে হোয়াইট হাউস থেকে তহবিল পেতে সমস্যা হতে পারে।”

আরও পড়ুন: শয়তানি শুরু! ‘জল বোমা’য় ভারতকে মারার ছক চিনের! 

ট্রাম্প বলেন, “মামদানি সমাজতান্ত্রিক নন। তিনি একজন কমিউনিস্ট। ইহুদিদের প্রতি তিনি কুৎসিত মন্তব্য করেছেন।” তিনি আরও বলেন, “মামদানি এখন মধুচন্দ্রিমা কাটাচ্ছেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেন। কিন্তু মনে রাখা দরকার, হোয়াইট হাউসই প্রধান। হোয়াইট হাউসের মাধ্যমেই তহবিল পাঠানো হয়। যতি মামদানি নিজেকে সংযত না রাখেন, তাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হবে তাঁকে।”

আরও পড়ুন: দিলীপের মুখে মমতার প্রশংসা, অভিমানের সুর গলায়

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী বছর তেত্রিশের জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর বাবা মাহমুদ মামদানি গুজরাটের বাসিন্দা। অন্যদিকে জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর জেহরান নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জেহরান। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছে। সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান মূলত নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান।

এই মুহূর্তে

আরও পড়ুন