দশমীর রাতে নেশায় চুর কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর! সোজা হয়ে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই! রাস্তায় রীতিমতো লুটিয়ে পড়লেন ওই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের বটতলায়। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। অভিযোগ পাওয়ামাত্রই পদক্ষেপ করেছে প্রসাশন। ক্লোজ করা হয়েছে অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে।
আরও পড়ুনঃ ওঁরা দিনমজুর, ‘রাবণকাটা’ উৎসবে ধরে রেখেছেন মল্লরাজাদের ঐতিহ্য
দুর্গাপুজোয় কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে কড়া নজর ছিল পুলিশ-প্রশাসনের। এসবের মাঝেই দশমীর রাতে শ্রীরামপুর বটতলায় কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টপরের কীর্তিতে হতবাক আমজনতা।
সোশাল মিডিয়ায় ভাইরাল তাঁর ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা)। কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে? রাস্তায় ডিউটিতে এক উর্দিধারী। কিন্তু মদ খেয়ে টালমাটাল অবস্থা তাঁর। ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছেন না তিনি। কার্যত ঢলে রাস্তায় পড়ে যাচ্ছেন। তা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। ওই পুলিশকর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ অবিলম্বে গাজ়ায় হামলা বন্ধ করুন, ইজ়রায়েলকে নির্দেশ ট্রাম্পের
বিষয়টা নজরে পড়তেই অন্য পুলিশকর্মীরা ওই ট্রাফিক ইন্সপেক্টপর কোনওরকমে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত টিআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চন্দননগর পুলিশ।
সূত্রের খবর, ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি মারধোরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক।