ওপার বাংলা থেকে আসছে পুজোর বিশেষ উপহার। প্রিয় ইলিশের স্বাদ পেতে চলছে বাঙালি তথা আপামর ভারত। পদ্মার রুপোলি শস্যের ঘ্রাণে ভরবে বাঙালির রান্নাঘর। সেই খবরে আজ, সোমবারই শিলমোহর দিয়েছে বাংলাদেশ সরকার।
পুজোর আগে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। কেজি প্রতি ন্যূনতম মূল্য পড়তে পারে ১২.৫ মার্কিন ডলার অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় তাঁর দাম দাঁড়াচ্ছে ১৫২৫ টাকা। ফলে ভারতে বসে বাংলাদেশের ইলিশ পেতে পাবেন আশার চেয়েও অনেক কম দামেই। হিসেব বলছে, বাংলাদেশে এখন ইলিশের দাম ভারতের থেকেও বেশি।
সোশ্যাল মিডিয়া এক্সের এক পোস্টে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি তাঁর পোস্টেও আরও জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ এক সম্পর্ক এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশে এবার ইলিশ উৎপাদন হয়েছে স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। কলকাতার তুলনায় ঢাকসহ বাংলাদেশের বাজারে ইলিশের দাম অনেক বেশি। উৎপাদন কম হওয়ায় মৎস্য চাষীদের মাথায় হাত পড়েছে। তার মধ্যেও ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তকে কূটনৈতিক সৌজন্য ঠিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা হিসেবেই দেখছে পর্যবেক্ষক মহল।
মহম্মদ ইউনুসের সরকার এর আগে বাংলাদেশের সুস্বাদু আম পাঠিয়েছে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অসম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের। শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া আম ও ইলিশ কূটনীতি ইউনুস সরকারও বজায় রেখেছে।
এইবার ইলিশ উপহারেও সেই প্রথার অন্যথা হচ্ছে না, এতেই খুশি বাঙালিরা।