কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি :
গভীর রাতে গতকাল খড়িবাড়িতে ব্রাউন সুগার নিয়ে ধরা পরল এক যুবক। মোহাম্মদ মুখতার নামে ওই যুবক বিহারের বাসিন্দা। শিলিগুড়ির প্রধান নগরে সে বসবাস করত ভাড়াবাড়ি নিয়ে। গতকাল গভীর রাতে সে ব্রাউন সুগার নিয়ে ধরা পড়ে। যদিও এর আগে সে দুবার ধরা পড়েছিল।
আরও পড়ুন: রাস্তায় গড়াল না চাকা! হয়রানির শিকার নিত্য যাত্রীরা
বিহারে থাকাকালীন সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মের সাথে জড়িত ছিল বলে খবর পাওয়া গেছে। এখানে এসেও সে বিভিন্ন বেকার যুবকদের নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করত। তাদের অর্থের প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে নানা ধরনের কাজ করাত।
আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে পরপর ভূমিকম্প: ফের কেঁপে উঠল বাংলা, উৎসস্থল নেপাল
সে আরো জানিয়েছে সে শিলিগুড়ি বিভিন্ন এলাকা থেকে নেশা যত সামগ্রী বাইরে নিয়ে গিয়ে পাচার করত। তাকে আজকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।