কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। সোমবার রাতে এই কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজ়েদ)-এর তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.২। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ হঠাতই এক ট্রেন্ড, গা ভাসিয়েছে ‘হুজুকে’ বাঙালি! সত্যিই কি আপনার ছবি বা তথ্য ব্যবহার করবে Facebook?
জিএফজ়েদ-এর তরফে জানানো হয়েছে, সোমবার রাতে আন্দামান সাগরে কম্পন অনুভূত হয়। ভূগর্ভ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পের উৎসস্থল।
আন্দামান দ্বীপপুঞ্জ এবং আশপাশের দ্বীপপুঞ্জগুলি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যার ফলে এই অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি রয়েছে।
প্রসঙ্গত, গত ১০ এবং ১১ জুলাই পর পর দু’বার কেপে ওঠে দিল্লি এবং আশপাশের এলাকা। গত ১০ জুলাই জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছিল।
আরও পড়ুনঃ পিলারে ফাটল! অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন
গত ১১ জুলাই আবার কম্পন অনুভূত হয় দিল্লিতে। কম্পনের মাত্রা ছিল ৩.৭। সন্ধ্যা ৭টা বেজে ৪৯ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূকম্পের উৎসস্থল দিল্লি থেকে খুব দূরে না হওয়ায় তীব্রতা কম হলেও কম্পন বেশ ভালই অনুভূত হয়েছে রাজধানীতে।