Wednesday, 15 October, 2025
15 October
Homeরাজ্যSiliguri: সাত সকালেই ইডির হানা শিলিগুড়িতে

Siliguri: সাত সকালেই ইডির হানা শিলিগুড়িতে

ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

মোটা টাকার বিনিময়ে ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট তৈরী। এই অভিযোগ নিয়ে আজকে শিলিগুড়ি তে ইডি হানা দিল পালপাড়া তে।

আরও পড়ুন: Doomsday Fish: দেখা মিলল বিরল ওড়ফিশের, ‘প্রলয় মাছ’ নিয়ে আতঙ্ক

অভিযোগ বাসুদেব ঘোষ নামে ওই ব্যক্তি টাকার বিনিময়ে শুধুমাত্র টাকা নয় মোটা টাকার বিনিময় জাল সার্টিফিকেট তৈরি করতেন।বহুদিন ধরেই তার উপরে নজর রাখা হচ্ছিল। আজ সকালে ইডি থানা দেয় তার বাড়িতে। চারদিকে ধীরে সকাল থেকেই আজকে তল্লাশি ঠিক শুরু করেছে ইডি আধিকারিকরা। একেবারে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

আরও পড়ুন: Hooghly: অবৈধ পার্কিং, রাস্তার পাশে যত্রতত্র ইমারতী দ্রব্য রাখা নিয়ে কড়াকড়ি প্রশাসন

আছে শিলিগুড়ি স্থানীয় পুলিশ। আছে বিভিন্ন দপ্তরের অধিকারিক রা। বহুদিন ধরে চলো এই ব্যবসা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে। এই খবর গেছে দপ্তরের কাছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনা ছড়িয়ে পড়ায় ওটা শহর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন