Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গTeachers Day 2025: শিক্ষকদিবসেই শিক্ষককে তালাবন্দি, গ্রেপ্তার শিক্ষকই! কিন্তু কেন?

Teachers Day 2025: শিক্ষকদিবসেই শিক্ষককে তালাবন্দি, গ্রেপ্তার শিক্ষকই! কিন্তু কেন?

প্রবল শোরগোল পূর্ব মেদিনীপুর জেলার এগরায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ক্লাসের মাঝে ছাত্রীদের বেধড়ক মার ইংরেজির শিক্ষকের। অসুস্থ হয়ে বহু ছাত্রী ভর্তি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। ক্ষোভে অভিযুক্ত স্যর-সহ বেশ কয়েকজন শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত।

আরও পড়ুনঃ পানিহাটিতে শোরগোল! সোনার গহনা লুট করল দোকানেরই মালিক

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। ওই স্কুলের ইংরেজির শিক্ষক বিপ্লব পণ্ডা। সূত্রের খবর, অন্যান্যদিনের মতোই বৃহ্স্পতিবার স্কুলে গিয়েছিল পড়ুয়ারা। দুপুরের দিকে অষ্টম শ্রেণির ক্লাস নিতে যান বিপ্লব। অভিযোগ, সেখানেই ছাত্রীদের বেধড়ক মারধর করেন তিনি। যার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাঁদের মধ্যে ২১ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও এই মারধরের কারণ স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ খোদ পুলিশকে লক্ষ্য করেই বোমাবাজির ঘটনা! আহত তিন পুলিশকর্মী

বিষয়টা অভিভাবকরা জানামাত্রই ক্ষোভে ফুঁসে ওঠেন। অভিভাবক ও স্থানীয়রা হাজির হন স্কুলে। বিপ্লব-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে তালাবন্দি করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এগরা থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। আজ অর্থাৎ শিক্ষকদিবসে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বিপ্লবকে। অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।

এই মুহূর্তে

আরও পড়ুন