Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশBihar: ২ দফায় ভোট বিহারে, তারিখ জানাল জাতীয় নির্বাচন কমিশন

Bihar: ২ দফায় ভোট বিহারে, তারিখ জানাল জাতীয় নির্বাচন কমিশন

বিহারে ২৪৩টি বিধানসভা আসনে ২ দফায় ভোটগ্রহণ হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ছট পুজোর পরই হবে বিহারে ভোটগ্রহণ। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে ২৪৩টি বিধানসভা আসনে ২ দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।

আরও পড়ুনঃ হামলার মুখে বিজেপি সাংসদ ও বিধায়ক

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন, প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। আর বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। একইসঙ্গে জ্ঞানেশ কুমার জানান, বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন দেশের একাধিক জায়গায় ৮টি বিধানসভায় উপনির্বাচন হবে। ওই ৮টি আসনে উপনির্বাচনের ফলও ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।

দিন ছয়েক আগেই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর চূড়ান্ত ভোটার তালিকায় ৪৮ লক্ষের নাম বাদ পড়েছে। বিহারে এসআইআর হওয়ার আগে গত ২৪ জুন মোট ভোটার ছিল ৭.৮৯ কোটি। গত ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৭.৪২ কোটির। এই ভোটাররাই নির্বাচনে ভোটদান করতে পারবেন বলে এদিন জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ১৫ জন স্ত্রী, ৩০ সন্তান ও ১০০ জন ভৃত্য! ভাবা যায়

মুখ্য নির্বাচন কমিশনার এদিন জানিয়েছেন, ৭.৪২ কোটি ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩.৯২ কোটি। এবং মহিলা ভোটারের সংখ্যা ৩.৫ কোটি। প্রথমবার ভোট দেবেন ১৪ লাখ ভোটার। জ্ঞানেশ কুমার জানান, প্রথম দফায় ১২১টি আসনে ভোটগ্রহণ হবে। আর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১২২টি আসনে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই এদিন থেকেই বিহারে আদর্শ আচরণবিধি লাগু হল বলে তিনি জানান।

অক্টোবরের ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত ছট পুজো পালিত হবে। সেই জন্য রাজনৈতিক দলগুলি জাতীয় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল, ছট পুজোর পরপরই যেন ভোটগ্রহণ হয়। তাতে বেশি সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ভিনরাজ্যে কর্মরত অনেকেই ছট পুজোর জন্য এইসময় বিহারে ফিরবেন। সেইমতো ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

এই মুহূর্তে

আরও পড়ুন