Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গMal Bazar: মহিলাদের প্রতি দুর্ব্যবহার! গ্রেফতার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এর লিফট...

Mal Bazar: মহিলাদের প্রতি দুর্ব্যবহার! গ্রেফতার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এর লিফট চালক

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

মহিলাদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন, কটুক্তি করতেন, আজকে এই অভিযোগে মালবাজার সুপার স্পেশালিটি হসপিটাল এর লিফটমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রোগিনি,  এবং তাদের আত্মীয়দের বিরুদ্ধে অকারনে ব্যঙ্গ করা ছাড়াও তিনি বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য করতেন।

আরও পড়ুন: দাগাপুর চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় চিতাবাঘ

তার মন্তব্য শুনতে শুনতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলেন মহিলারা এবং তাদের আত্মীয়-স্বজনেরা। অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ। বিভিন্নভাবে মহিলাদের উত্ত্যক্ত করা  এবং তাদের কাছে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া তার নেশার মত হয়ে গিয়েছিল। বারবার না করলেও সে মান ছিল না।

আরও পড়ুন: মায়াপুরের যোগপীঠে গৌর জয়ন্তী মহোৎসব

অবশেষে তাকে ওই হাসপাতালেরই এক কর্তব্যরত নার্স ধরিয়ে দেন  বলে খবরে পাওয়া গেছে। তার আচরণে বিরক্ত ছিলেন ওই হাসপাতালের নার্স এবং আয়ারাও। তাকে গ্রেফতার করে হেফাজতে রেখেছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন