পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সেই মতোই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজ়িপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। পাল্টা আক্রমণ করে সেনাও। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সেখানে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। সেনার গুলিতে কত জন জঙ্গি ঘায়েল হয়েছে, তা জানা-না গেলেও জানা গিয়েছে সেনার কেউ হতাহত হননি।
সেনা সূত্রে খবর, বান্দিপোরার ওই এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে— এই মর্মে খবর এসেছিল। তার পরেই ওই এলাকাকে ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। ওখানে কত জন জঙ্গি লুকিয়ে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: বেছে বেছে হিন্দু নিধন! জঙ্গি আসিফ ও আদিলের বাড়িই বিস্ফোরণে উড়িয়ে দিল সেনা
অন্য দিকে, শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এখনও পর্যন্ত ভারতের দিকে হতাহতের কোনও খবর নেই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে ওয়াঘার ও পারে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও।
বৃহস্পতিবার জম্মুর উধমপুরেও সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। নিহত জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। তাঁর বাড়ি নদিয়ার তেহট্টে। জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে পুলিশ এবং সেনার যৌথবাহিনী উধমপুরের বসন্তগড়ে অভিযানে নামে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গিরা। পালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। কিন্তু বাহিনীও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ সংঘর্ষ চলে।
আরও পড়ুন: অবশেষে পাকিস্তানের ভিতর থেকেই এল বড় খবর! জেনারেল মুনিরই বেছে বেছে হিন্দুদের মারতে বলেছিলেন?
অন্য দিকে, পুঞ্চেও বৃহস্পতিবার সকাল থেকে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে অভিযানে নেমেছে সেনা। লাসানার জঙ্গলে জঙ্গিদের খোঁজ চলছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই সকালে ওই এলাকায় পৌঁছেছে বাহিনী। তল্লাশি অভিযান চলছে। গত ১৫ এপ্রিল এই জঙ্গলেই নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের সংঘর্ষ হয়। এক জওয়ান সেই ঘটনায় আহত হয়েছিলেন।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে সেনার জঙ্গি দমন অভিযান আরও জোরদার হয়েছে।