Tuesday, 4 November, 2025
4 November
HomeদেশBharat Taxi: বড় উদ্যোগ কেন্দ্রের! ওলা-উবেরের দাদাগিরি শেষ করতে রাস্তায় নামছে ভারত...

Bharat Taxi: বড় উদ্যোগ কেন্দ্রের! ওলা-উবেরের দাদাগিরি শেষ করতে রাস্তায় নামছে ভারত ট্যাক্সি

নতুন এই পরিষেবার মূল বৈশিষ্ট্য হল, এই ট্যাক্সি পরিষেবা থেকে উপার্জনের পুরোটাই পাবেন চালকরা৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ওলা, উবেরের দাদাগিরি এবং একচেটিয়া দাপট বন্ধ করতে এবার ময়দানে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সমবায় মন্ত্রক এবং ই-গভারনেন্স ডিভিশনের উদ্যোগে শুরু হচ্ছে দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা৷ নতুন এই পরিষেবার নাম ভারত ট্যাক্সি৷

আরও পড়ুনঃ ‘আজ কি রাত’ খ্যাত সঙ্গীত পরিচালক বিপাকে; যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার

নতুন এই পরিষেবার মূল বৈশিষ্ট্য হল, এই ট্যাক্সি পরিষেবা থেকে উপার্জনের পুরোটাই পাবেন চালকরা৷ অন্যদিকে যাত্রীরাও সরকারি নজরদারিতে থাকা ট্যাক্সি পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন৷

ওলা এবং উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবাগুলি নিয়ে মানুষের বহু অভিযোগ থাকলেও বিকল্প না থাকায় একরকম বাধ্য হয়েই এই দুই সংস্থার নিয়ন্ত্রণে থাকা গাড়ি বুক করতে বাধ্য হন যাত্রীরা৷ আচমকা ভাড়া বাড়িয়ে দেওয়া, বুকিং বাতিল করে দেওয়া, চালকদের দুর্ব্যবহারের মতো বিভিন্ন অভিযোগ ওঠে ওলা, উবেরের ক্যাব পরিষেবা নিয়ে৷ আবার ওলা, উবেরের মতো সংস্থা তাদের উপার্জনের একটা বড় অংশ কমিশন বাবদ কেটে নিচ্ছে বলে অভিযোগ করেন গাড়ির চালক এবং মালিকরাও৷

আরও পড়ুনঃ খাস কলকাতায় হোটেলের বক্স খাট থেকে মিলল যুবকের দেহ, ঘটনাস্থলে পার্কস্ট্রিট থানার পুলিশ

এই কমিশন মডেলেই বদল আনবে ভারত ট্যাক্সি পরিষেবা৷ এই ব্যবস্থায় গাড়ির চালক এবং মালিকদের থেকে কোনও নমিশন কাটা হবে না৷ তার বদলে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক ভিত্তিতে একটি ন্যূনতম ফি মেম্বারশিপ বাবদ দিতে হবে৷ সরকারের দাবি, এই মডেলে চালকদের উপার্জন বাড়বে৷

পরীক্ষামূলক ভাবে নভেম্বর মাস থেকে দিল্লিতে প্রায় সাড়ে ছশো গাড়ি নিয়ে শুরু হচ্ছে ভারত ট্যাক্সি পরিষেবা৷ এই পরীক্ষামূলক পরিষেবা সফল হলে আগামী ডিসেম্বর মাস থেকেই দেশের বড় শহরগুলিতে এই পরিষেবা পুরোদমে চালু হওয়ার কথা৷

এই মুহূর্তে

আরও পড়ুন