Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গWest Bengal: খবর দিল কেন্দ্রীয় সরকার; নদীয়া, উত্তর ২৪ পরগনায় রয়েছে গুপ্তধন!

West Bengal: খবর দিল কেন্দ্রীয় সরকার; নদীয়া, উত্তর ২৪ পরগনায় রয়েছে গুপ্তধন!

ONGC-এর অধীনে WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই শক্তি আবিষ্কার হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গের কপালে যেন লেগে গেল লটারি। বিরাট জ্বালানি ভাণ্ডারের খোঁজ মিলল রাজ্যে। যার মূল্য আনুমানিক ৪১ হাজার কোটি টাকা! সংসদেই তার খবর দিল কেন্দ্রীয় সরকার। কোথায় রয়েছে সেই গুপ্তধন?

আরও পড়ুনঃ কেলেঙ্কারি করেছে; পুরুষযাত্রীর প্যান্ট খোলা! মাঝ আকাশে এ কি কাণ্ড

জানা গিয়েছে, নতুন দু’টি তেল ও গ্যাস ব্লকের আবিষ্কার হয়েছে। উত্তর ২৪ পরগণার কাঁকপুল ও নদীয়ার রানাঘাটে বিরাট জ্বালানি ভাণ্ডারের সন্ধান মিলেছে। এই ব্লক দু’টি থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি মিলবে, যার আর্থিক মূল্য প্রায় ৪১,০৭০ কোটি টাকা।

ONGC-এর অধীনে WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই শক্তি আবিষ্কার হয়েছে। গত ২১ জুলাই রাজ্যসভায় সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য রাজ্যের জ্বালানি সম্পদ নিয়ে প্রশ্ন করেছিলেন। তাঁর প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ ফাইন দেওয়ার জন্য আপনি প্রস্তুত, জেল যাওয়ার জন্য আপনি রেডি আছেন তো! খুব সাবধান

এই বিপুল জ্বালানি ভাণ্ডার থেকে রাজ্যের উন্নয়ন যেমন হবে, তেমনই আয়ও বাড়বে বলেই আশা করা হচ্ছে। একইসঙ্গে দেশের জ্বালানি শক্তির ভাণ্ডারও আরও বাড়বে।

এই মুহূর্তে

আরও পড়ুন