Wednesday, 15 October, 2025
15 October
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: বালিয়াডাঙ্গীতে ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত

Bangladesh: বালিয়াডাঙ্গীতে ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাখাওয়াত হোসেন সুজন, বাংলাদেশ

মাঘের হাঁড় কাঁপানো শীত। মধ্যরাতে চাঁদের আলোর নিচে উৎসুক দর্শদের ভিড়। পাশে হ্যাজাক বাতির আলোয় বেশ কিছু এলাকা আলোকিত হয়ে আছে। আলোর শেষ প্রান্তে চাঁদের আলোর স্নিগ্ধতা। এমন স্নিগ্ধ পরিবেশে মধ্যেও টান টান উত্তেজনা দেখা যাচ্ছে দুজন ব্যক্তির মধ্যে। তাদের উত্তেজনা ছড়িয়ে গেছে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মধ্যেও।

এ উত্তেজনা এক প্রকার যুদ্ধের উত্তেজনা। মাঠের মাঝখানে বানানো মঞ্চে দুই কবিয়ালের বাক আর তর্ক-বিতর্কের যুদ্ধ। মুগ্ধ দর্শকদের নির্ঘুম রাত আর সেই সঙ্গে ভাবনা।

আরও পড়ুন: Saraswati Puja 2025: সরস্বতীর স্বামী কে? পালন কর্তা বিষ্ণু না সৃষ্টি কর্তা ব্রহ্মা

কবি গানের এ দৃশ্য এখন প্রায় কাল্পনিক। সময়ের সঙ্গে সঙ্গে এ সব দৃশ্যও যেন আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে। কিন্তু শিকড় সন্ধানী কিছু মানুষ এখনো এ কবি গানকে খুঁজে বেড়ায় মনের অজান্তে। হারিয়ে যাওয়া এ স্মৃতির দৃশ্যে কিছুটা হলেও আনন্দ খুঁজে পান।

সেই আনন্দময় স্মৃতিকে কাছে পেতে শনিবার রাতে ১ নং পাড়িয়া ইউনিয়নের লোহাগাড়ায়  পুজা মন্ডপ  প্রঙ্গণে প্রথমবারের মত এ কবি গানের আয়োজন করে আয়োজোক কমিটি।

আরও পড়ুন: Saraswati Puja 2025: “ইচ্ছার ইচ্ছাশক্তি”; ছোট হাতে সরস্বতী মূর্তি গড়ে সবাইকে চমকে দিচ্ছে

কালের আবহে হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী কবি গান পরিবেশন করেন কবিয়াল মালতী সরকার ও মুক্তি  সরকার। এ কবিয়ালদের যুক্তি-তর্ক শুনতে আগে থেকেই ভিড় করেন শ্রোতা-দর্শক। শুধু  বালিয়াডাঙ্গী উপজেলা থেকেই নয়, আশপাশের উপজেলা থেকেও নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই এসেছেন এ কবিগান শুনতে।

আয়োযোক কমিটি ১ নং পাড়িয়া ইউনিয়নের পেনেল চেয়ারম্যান আইয়ুব আলী  জানান, সকলের সহযোগীতা পেলে এ আয়োজন আবারো করা হবে। আর আয়োজনের মাধ্যমে ঐতিহ্যও ধরে রাখা সম্ভব হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন