কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, এবারে ছুটির আনন্দে পরীক্ষার্থীরা। অনেকেই জানিয়েছেন ভূগোল বাদে অন্যান্য সব পরীক্ষা ভালই হয়েছে। জীবনের বড় পরীক্ষা, সফলভাবে উত্তীর্ণ হোক তাদের সন্তানের এটাই আমাদের কাম্য জানালেন অভিভাবকেরা।
আরও পড়ুন: Siliguri: সাত সকালেই ইডির হানা শিলিগুড়িতে
ছাত্র-ছাত্রীরা জানিয়েছে যেভাবে পরিশ্রম করে তারা তৈরি হয়েছিল তাদের সেই প্রচেষ্টা সফল হয়েছে, বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী জানালেন এবারে প্রশ্নপত্র দারুন হয়েছে। ছাত্র-ছাত্রীদের কোন অসুবিধা হয়নি। এই নিয়ে একমত শিক্ষকেরও, তারাও জানিয়েছেন পরীক্ষা সময়সূচির মেনেই সব ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছেন রোজ, এবং সকলের মুখ দেখেই বোঝা যায় সবাই ভালো মতনই পরীক্ষা দিয়েছেন।
আরও পড়ুন: North Bengal: আবারও উঠলো আলাদা রাজ্যের দাবি, এবার বিধায়কের
এদিন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, শিলিগুড়ি বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা বাইরে আবির খেলে, ওই হুল্লোরে মেতে ওঠে স্কুল প্রাঙ্গণ। অনেক স্কুলে শিক্ষকেরাও সেই আনন্দের হুল্লোরে যোগ দেন। অনেকেই জানিয়েছেন আপাতত সাত দিন ছুটি, বিশ্রাম নেবে তারা তারপরে বেড়াতে যাবে। এবং সবার শেষে ভবিষ্যতের পরিকল্পনা।