spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeদেশPuri: ভক্তের চশমায় স্পাই ক্যামেরা! প্রশ্নের মুখে পুরীর জগন্নাথ মন্দিরের সুরক্ষা

Puri: ভক্তের চশমায় স্পাই ক্যামেরা! প্রশ্নের মুখে পুরীর জগন্নাথ মন্দিরের সুরক্ষা

ফের প্রশ্নের মুখে পুরীর জগন্নাথ মন্দিরের সুরক্ষা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের প্রশ্নের মুখে পুরীর জগন্নাথ মন্দিরের সুরক্ষা। শুক্রবারের দুটি ঘটনা নিয়ে এই মন্দিরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আগেও একাধিক বার এই মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তেরা।

আরও পড়ুনঃ নরকের প্রবেশদ্বার ‘এর্তা আলে’ আগ্নেয়গিরি, ইথিওপিয়া

পুরীর মন্দিরে সেবাইত সেজে গর্ভগৃহে প্রবেশ করার চেষ্টা করেন এক ব্যক্তি বলে অভিযোগ। শুক্রবার এই ঘটনা ঘটেছে। এমন ঘটনা আগে কখনও হয়নি বলেও জানিয়েছে পুলিশ। অন্য দিকে, শুক্রবারই ফের লুকোনো ক্যামেরা নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেন এক ভক্ত।

পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে ছবি তোলা এবং ভিডিয়ো করা পুরোপুরি নিষিদ্ধ। মন্দিরে মোবাইল ফোন এবং ক্যামেরা নিয়ে কোনও ভক্তকে প্রবেশ করতে দেওয়া হয় না। নির্দিষ্ট জায়গায় তা জমা রেখে ভক্তেরা মন্দিরে ভিতরে ঢুকতে পারেন। সেখানে নিরাপত্তার জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করাও হয়েছে।

আরও পড়ুনঃ জানেন কি বঙ্কিম এই মন্দিরে তাঁর অমর সঙ্গীত বন্দে মাতরম রচনা করেছিলেন লালগোলা, মুর্শিদাবাদের নৃত্যকালীর অপরূপ প্রতিমার সামনে বসে?

অন্য দিকে, শান্তনু মিশ্র নামে ওডিশার জাজপুর এলাকার এক বাসিন্দা সেবাইতের ছদ্মবেশ নিয়ে গর্ভগৃহে প্রবেশ করার চেষ্টা করেন বলে অভিযোগ। পিটিআই সূত্রে খবর, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুরোহিতের পোশাক পরে থাকা ব্যক্তিদের আলাদা করে চিহ্নিত করা তাঁদের পক্ষে কষ্টকর। একমাত্র মন্দিরের সেবাইত এবং ভিতরে থাকা পুলিশকর্মীরা তাঁদের চিনতে পারেন। তবে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মন্দিরের সেবাইত এবং ভক্তরা। তারা ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করার দাবিও তুলেছেন।

আর এক দিকে, মন্দিরের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন জন সেবাইতকে সাসপেন্ড করেছেন শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন কর্তৃপক্ষ। মন্দিরের নিয়ম ভেঙে ভক্তদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগে তাঁদের দু’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন