আজ শনিবার সকাল সকাল ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের বেলদা। ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাইয়ের কাছে স্করপিও ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। মৃতরা স্করপিওর যাত্রী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে রওনা হয়েছিল স্করপিও গাড়িটি। গাড়িতে চালক-সহ মোট চারজন ছিলেন। সকাল ৬টা নাগাদ বেলদার রানি সরাইয়ের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুতগতির স্করপিও।
আরও পড়ুন: ১৫ পাতার রিপোর্ট; ‘কেন জ্বালানি বন্ধ করে দিলে?’ ইঞ্জিন বিকল হতেই ভয়ার্ত প্রশ্ন পাইলটের!
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোদিকের লেনে ঢুকে পড়ে গাড়িটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে, স্করপিও গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা খবর দিলে বেলদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয় চারজনকে। তবে ততক্ষণে তাঁদের প্রাণ চলে গিয়েছে বলে জানা যায়।
ঘটনার জেরে জাতীয় সড়কের ওই অংশে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে।
আরও পড়ুন: মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, ভিন্ন ধর্মে বিয়ে; চাঞ্চল্য রাজগঞ্জে
এদিকে, মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লরি এবং স্করপিও গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি, মৃতদের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় যোগাযোগ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই জাতীয় সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর প্রবণতা দিন দিন বাড়ছে। ফলে বারবার ঘটছে এমন মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশকে আরও সক্রিয়ভাবে নজরদারি চালানোর দাবি তুলেছেন তাঁরা।