কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
বাবাকে খুনের অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। সেই দেহ ময়নাতদন্ত করে ফেরার পথে ফের ঘটল দুর্ঘটনা। বাইকে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ল অ্যাম্বুল্যান্স। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ঝাড়বড়ি এলাকায়।
শনিবার ভোররাতে গোয়ালপোখরের বাশবাড়ি এলাকার বাসিন্দা জামিল আকতারকে খুনের অভিযোগ ওঠে তাঁর ছেলের বিরুদ্ধে। ৬২ বছর বয়সি জামিলকে কুপিয়ে খুন করে অভিযুক্ত ছেলে মুজাহিদ আলম। মৃতের পরিবারের দাবি, ছেলে মানসিক ভারসাম্যহীন।
মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ইসলামপুর মর্গে। শনিবার সকালে অভিযুক্ত ছেলেকেও গ্রেপ্তার করা হয়। তবে সেই সেহ ময়নাতদন্ত করে ফেরার পথে ফের ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ চা শিল্প গভীর সংকটে, পুঁজিই কার্যত ‘আইসিইউ’-তে! পিছু হটছে ক্রোনি ক্যাপিটালিজম
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ময়নাতদন্ত শেষ হওয়ার পর ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হচ্ছিল। পথে ঝাড়বাড়ি এলাকায় একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুল্যান্সটির। বাইকসহ নয়নজলিতে পড়ে যায় গাড়ি। দুর্ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। দুই যুবককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানেই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম নব পাল ও উৎপল পাল। বাড়ি ঝাড়বাড়ির লাড়ুখোয়া এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।





