Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গSiliguri: হেনস্থার শিকার! ডেঙ্গি নিয়ে সচেতনতা, শিলিগুড়িতে ৩৫ নম্বর ওয়ার্ডে শোরগোল

Siliguri: হেনস্থার শিকার! ডেঙ্গি নিয়ে সচেতনতা, শিলিগুড়িতে ৩৫ নম্বর ওয়ার্ডে শোরগোল

পাইপ লাইনের একটি বাড়ির সদস্যরা কর্মীদের হেনস্থা করেন বলে অভিযোগ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

কিছুদিন আগে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার চালাতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন হাওড়া পুরসভার এক স্বাস্থ্যকর্মী, অভিযোগ উঠেছিল এমনটাই। এ বার ডেঙ্গি নিয়ে সমীক্ষা করতে গিয়ে হেনস্থার স্বীকার হলেন শিলিগুড়ি পুরসভার এক মহিলা কর্মী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৩৫ নম্বর ওয়ার্ডের পাইপ লাইন এলাকায়।

আরও পড়ুনঃ ছাত্রীকে বকাঝকা, জল গড়িয়েছে থানা পর্যন্ত; চর্চায় সুনীতি অ্যাকাডেমি

কোথাও জল জমে রয়েছে কি না বা অন্যান্য বিষয়গুলি নিয়ে সমীক্ষা করতে পুরসভার স্বাস্থ্যকর্মীদের একটি টিম সমীক্ষা চালায়। সেই সময়ে পাইপ লাইনের একটি বাড়ির সদস্যরা কর্মীদের হেনস্থা করেন বলে অভিযোগ। হেনস্থা করেন এক মহিলা স্বাস্থ্যকর্মীকেও। অভিযোগ, ওই বাড়িতে বিভিন্ন জায়গায় জমা জল ছিল। মশার লার্ভাও পাওয়া গিয়েছিল ওই বাড়ি থেকে। এ বিষয়ে সচেতন করতে গেলে বাড়ির সদস্যরা পুরকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

আরও পড়ুনঃ গায়ে হলুদ রঙের পাঞ্জাবি, বুকে ‘জয় বাংলা’ লোগো, ছাত্রছাত্রীদের অনুরোধে কর্মসূচিতে যোগ!

বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। এর পরে কর্মীরা চার নম্বর বরো অফিসে ফিরে আসেন। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পুরসভার স্বাস্থ্য বিষয়ক মেয়র পারিষদ সদস্য দুলাল দত্ত। এর আগেও অনেকে একই ধরনের ব্যবহার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দুলাল বলেন, ‘যে পরিবারটি দুর্ব্যবহার করেছিল, সেই পরিবারের চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।’ আগামীতে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করলে এই ধরনের আইনানুগ পদক্ষেপ করা হবে, জানান তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সাঁকরাইলের মান্না পাড়ায় বিপ্লব মান্নার বিরুদ্ধে এক মহিলা স্বাস্থ্যকর্মীর উপরে অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল। ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন