জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে চাপানউতোর কম হচ্ছিল না। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। আগামী ৭ অগস্টের মধ্যে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছ থেকে চাওয়া হয়েছিল এই রিপোর্ট। এরইমধ্যে সামনে এল বড় খবর। বৃহস্পতিবার বিকালেই বেরিয়ে যাবে জয়েন্টের ফল।
আরও পড়ুনঃ দরাজদিল মমতা! বিজ্ঞপ্তি প্রকাশ, আগামী ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি
ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সবুজ সংকেত পেয়েছে বোর্ড। তারপরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টোয় সল্টলেকের রূপান্নায় WBJEEB-র অফিসে একটি প্রেস কনফারেন্সের ডাক দেওয়া হয়েছে। সেখানেই ফলপ্রকাশের নির্ঘণ্ট জানাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
আরও পড়ুনঃ নতুন ব্লাড গ্রুপ “CRIB”! ভারতে প্রথম বিরল গ্রুপের রক্ত
চলতি বছর ২৭ এপ্রিল হয়েছিল জয়েন্ট। কিন্তু ৩ মাসের বেশি সময় ধরে আটকে ছিল ফলপ্রকাশ। উদ্বেগ বাড়ছিল লক্ষাধিক পড়ুয়ার। ফলপ্রকাশে বিলম্বের কারণেই ইতিমধ্যেই বেশ কয়েকজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও বোর্ড বারবার ওবিসি সংরক্ষণ মামলায় জটিলতার দিকে ইঙ্গিত করেছিল বোর্ড। চাপানউতোরের মধ্যেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, “জুন মাসের ৫ তারিখই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরেছে বোর্ড। কিন্তু আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।” যদিও এরইমধ্যে কলকাতা হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।